• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল জোনে চালু ডিআরএস ও গ্যাস পাইপলাইন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

ডেস্ক:

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডের (বিআইইজেডএল) অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে চালু হয়েছে ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন পাইপলাইন। গতকাল সোমবার ১১০ মিলিয়ন ঘনফুট ক্ষমতার ডিআরএস ও সঞ্চালন লাইনের উদ্বোধন করেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব প্রজেক্ট সাপোর্ট সার্ভিসেস ও ভাইস চেয়ারম্যানের সচিব ফয়েজুর রহমান। এ সময় কেজিডিসিএল এমডি বলেন, ‘বেসরকারি পর্যায়ে এলএনজি আমদানির নীতিমালা তৈরি করা আছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। আমরা বসুন্ধরা গ্রুপ ও ওমেরা থেকে আবেদন পেয়েছিলাম যে তারা এলএনজি আমদানি করতে চায়। তার পরিপ্রেক্ষিতে একটি কমিটি করা হয়েছিল। এই নীতিমালা আমার হাতে ড্রাফট করা। সেই নীতিমালা এখনো আছে। চাইলে আপনারা এলএনজি আমদানি করতে পারেন।’কেজিডিসিএলের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (জোন-১৫) বিআইইজেডএলের নিজস্ব প্রকল্প অঞ্চলে স্থাপিত এই উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্যাস সরবরাহ স্টেশন ও সঞ্চালন পাইপলাইন বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিসিআইএল), বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বিএমএসআইএল) মতো চলমান ও আগামীর প্রকল্পগুলোর সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেজিডিসিএল প্রকল্প পরিচালক প্রকৌশলী নাহিদ আলম, মহাব্যবস্থাপক (আইটি ও প্রিপেইড মিটারিং) প্রকৌশলী রইস উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী আমিনুর রহমান, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী গৌতম চন্দ্র ক্লু, বিআইজেডএলের পক্ষে বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকল্পপ্রধান মো. জুলফিকার রহমান, বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকল্পপ্রধান মো. মাজেদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে কয়েক সপ্তাহ ধরে বিআইইজেডএলের পক্ষে প্রকৌশলীদের ডিআরএস ব্যবস্থাপনার ওপরে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় ব্রিফিংয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান টেকসই এনার্জি সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং এই ডিআরএসকে ফলপ্রসূ করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন।বসুন্ধরাকে দেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপ উল্লেখ করে অনুষ্ঠানে কেজিডিসিএল এমডি রফিকুল ইসলাম বলেন, ‘শিল্প-কারখানায় মূল চালিকা প্রাকৃতিক গ্যাস। সেই প্রাকৃতিক গ্যাসটাই আমরা এখানে সরবরাহ করব। এর ফলে এখানে শিল্পায়ন হবে, প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ