• বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

সিন্দুকছড়ি জোনের মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়ির জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক নিরাপত্তা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ নভেম্বর ২০২৪ পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে জোনের গান শেডে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মেজর জুনায়েদ বিন কবির, পিএসসি, জি, জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকার, মেজর মোঃ রেজোআনুল হক, ক্যাপ্টেন মুহতাসিম আলভী রাইম, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোহাম্মদ ফাহিম এহেসান, মানিকছড়ি বিএনপি সভাপতি এনামুল হক এনাম, গুইমারা বিএনপি এর সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মোঃ মাহমুদুল হাসান, রামগড় থানার ওসি মোঃ মাঈন উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, গন্যমান্য ব্যক্তি, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ও উপস্থিতিদের আলোচনায় মানিকছড়ি, গুইমারা এলাকায় অবৈধ ভাবে গাছ কর্তন ও পাচার, অবৈধভাবে বালু উত্তোলন, মাদকদ্রব্য চোরাচালান, উৎপাদন ও সরবরাহ, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, বাজার শৃঙ্খলা, সরকারি সড়কের সুরক্ষার মতো বিষয় তুলে ধরেন আলোচকরা। এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা, বাজার নিরাপত্তা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে কথা বলেন, পাশাপাশি যানবাহনের অধিক গতি, ওভারলোড ও সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, সন্ত্রাস নির্মূল, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ