• সোমবার, ২০ মে ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রথম নির্বাচন   সুষ্ঠু পরিবেশ নিয়েই আশংকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা, লক্কড়ঝক্কড় যান চালালে শাস্তি: বিআরটিএ টাঙ্গাইল — ঝুঁকি ছাড়াই বেশি লাভ, কচুলতি চাষে ঝুঁকছেন কৃষকরা ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী প্রাণঘাতী ব্যাকটিরিয়ার তালিকা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেল মায়ামি তাসখন্দ থেকে রাষ্ট্রদূতকে কিরগিজস্তানে পাঠাচ্ছে বাংলাদেশ — কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের গুরুতর আহতের খবর পাওয়া যায়নি : পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্য অর্থ বাঁচাতে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে উপেক্ষা করে দেশ ধ্বংস করবেন না : প্রধানমন্ত্রী মেট্রোরেলে এনবিআরের ১৫ শতাংশ ভ্যাট আরোপ ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল: ফরিদপুর সালথা উপজেলা নির্বাচনে বাধা নেই

রাজউক আইন ভঙ্গ করে বহুতল ভবন/মার্কেট নির্মাণ (পর্ব-২)

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ৮ মে, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

রাজউক আইন ভঙ্গ করে বহুতল ভবন/মার্কেট নির্মাণ শিরোনামে ২ই এপ্রিল-২৪ ইং তারিখে জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর অবৈধ ভবন/মার্কেট নির্মাণকারী দুদু খান গংদের পক্ষে জনৈক মোঃ আরশাদ হোসেন (০১৭১১-২২৩৩০৯)জানান আমি আরশাদ দীর্ঘদিন থেকে দুদু খান গংদের প্রতিষ্ঠানে বিশ্বস্ততার সাথে কাজ করে আসছি,আপনারা আমার মালিকের ৯/১২ নবরায় লেন ইসলামপুরের যেই ভবন/মার্কেট নিয়ে সংবাদ প্রকাশিত করেছিলেন তাহা সম্পন্ন সত্য,কিন্তু আপনারা সত্য সংবাদ প্রকাশিত করলে কি হবে আমার মালিক দুদুখান গংরা রাজউক কর্মকর্তাদের টাকা ক্ষমতাও পেশি শক্তি দিয়ে ম্যানেজ করে রেখেছেন,যে কারণে আমার মালিকের ৯/১২ নবরায় লেন ইসলামপুর ভবন/মার্কেটের একটি ইট সরানোর ক্ষমতা রাখে না রাজউক কর্মকর্তারা।কারণ রাজউক কর্মকর্তা-কর্মচারীরা থাকে দুদু খান গংদের পকেটে।

 

জনৈক আরশাদ আরও জানান আমার মালিক দুদু খান গংদের এইরকম আরও একাধিক মার্কেট ও ভবন নির্মাণাধীন রয়েছে।এখানে উল্লেখ থাকে যে ৯/১২ নবরায় লেন ইসলামপুর এর উক্ত ভবন/মার্কেটের বিষয় নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেয় স্থানীয় বাসিন্দারা,মন্ত্রণালয় ও রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের আইনগত কোন পদক্ষেপ দেখা যায়নি যাহা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সরজমিনে ঘুরে এসে যাহা জানা গেল পাওয়া গেল রাজধানী ঢাকার ব্যস্ততম ইসলামপুর ৯/১২ নবরায় লেন মালিক দুদু খান গংরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)এর আট (৮)তলা ভবন/মার্কেট নির্মাণে অনুমতি থাকলেও ক্ষমতার জোরে অবৈধভাবে আট তলার পরিবর্তে ১০ তলা ভবন/মার্কেট অবৈধভাবে নির্মাণ করে ৯ ও ১০ তলা বিক্রি করিয়াছে যাহা রাজউক ইমারত নীতিমালার সাথে সাংঘর্ষিক।ভবন/মার্কেটের সামনের দিয়ে সাধারণ জনগণও মার্কেটে আগত ক্রেতা বিক্রেতাদের চলাচলের জন্য সরু রাস্তা যাহা দিয়ে দুইটি রিক্সা চলাচল সম্ভব নয়।

 

মার্কেট/ভবনের আশপাশের বাসা বাড়ি ও ভবন/মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার কোন রাস্তা নেই এবং ভবন/মার্কেট এর ভিতরে অগ্নি নির্বাপকের জরুরি কোন ব্যবস্থা নেই।দেখা যায় ভবন/মার্কেটের ভিতরে রাজউক অনুমোদিত চারটি সিঁড়ি দেওয়ার কথা থাকলেও বাস্তবে তিনটি সিড়ি স্থাপন করিয়াছে। ৯/১২ নবরায় লেন অবৈধভাবে নির্মিত ভবন/মার্কেট নির্মাণ এর বিষয়ে জানতে চাইলে রাজউক জোন ৭/২ এর ইমারত পরিদর্শক বিটু কুমার মন্ডল বলেন উক্ত ভবন/মার্কেটটি নির্মাণ করা হয় রাজউকের অনুমতি অনুযায়ী ৮ তলা,কিন্তু মালিক গংরা অর্থ ক্ষমতা ও পেশীশক্তির অপব্যবহার করে নবম ও দশমতলা তৈরি করে বিক্রি করিয়াছেন। উক্ত ভবন/মার্কেটের অবৈধ অংশ নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে নয় ও দশতলা বন্ধ করে দেই এবং আট তলার উপরের অংশ ছিদ্র করে দিয়ে আসি।উক্ত ভবন/মার্কেট নির্মাণে মালিকপক্ষ গংদের দায়িত্বপ্রাপ্ত জনৈক সুমনের মুঠো ফোনে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন আমি ব্যস্ত আছি যাহা বলার আপনার অফিসে এসে বলবো আপনার অফিসের ঠিকানা বলেন।পরবর্তীতে জনৈক সুমন ও তার সাথে ইঞ্জিনিয়ার পরিচয় দানকারী জাবেদ জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকা অফিসে এসে অহমিকার সাথে বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আমাদের কাছের মানুষ তার কাছে আমাদের এই ভবন/মার্কেটের বিষয়ে কোনো অভিযোগ দিলে তিনি সাথে সাথে অভিযোগটি ছুঁড়ে ফেলে দিবে।তারা আরো বলেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না কিন্তু আমি সুমন বা আমরা শাক দিয়ে মাছ ঢাকি যাহা অতীতেও ঢাকি আসছি।অন্য এক প্রশ্নের জবাবে সুমন বলেন ইন্সপেক্টর বিটু কুমার মন্ডল একটা মালুর বাচ্চা এই মালুর বাচ্চাকে বদলি করতে আমার ১০ সেকেন্ড সময় ও লাগবে না।এতদিন দুধ কলা দিয়ে সাপ পুশেছি এই মালুর বাচ্চা জানে আমাদের মালিক দুদু খান গংদের ক্ষমতা সম্বন্ধে?সে আমাদের ভবন/মার্কেটের নয় তলা ও দশ তলা ছিদ্র করে দিয়ে আসছে।জনৈক সুমন আরো বলেন আমাদের ভবন/মার্কেটের অবৈধ ৯ ও ১০ তলা বৈধ করা আমার কাছে কোন বিষয়ই না কারণ মন্ত্রী ও রাজউক আমার হাতের মুঠোতে।
অনুসন্ধান চলমান,,,,,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ