ধর্ম ডেস্ক
বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন কোম্পানি বিভিন্ন উপলক্ষ সামনে রেখে ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। আলেমদের মতে, বিকাশ, রকেট কিংবা অন্য যেকোনো কোম্পানি গ্রাহককে যে ক্যাশব্যাক দিয়ে থাকে, এটি কোম্পানীর পক্ষ থেকে উপহার। তাই এই ক্যাশব্যাক গ্রহণ করা নিষেধ নয়।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. হতে সহীহ সূত্রে বর্ণিত হয়েছে যে, তাকে জিজ্ঞেস করা হল, সুদ খায় এমন প্রতিবেশী দাওয়াত দিলে তাতে অংশ গ্রহণ করা যাবে কি না? তিনি বলেন, দাওয়াতে অংশ গ্রহণ কর। এটা তোমাদের জন্য স্বাচ্ছন্দে গ্রহণীয় জিনিস। গুনাহ তার উপর বর্তাবে। -(জামেউল উলুম ওয়াল হেকাম, ৭১)
হাদিয়া গ্রহণ করা শরিয়তের দৃষ্টিতে বৈধ। হাদিস শরিফে এসেছে, ‘রাসূল (সা.)-এর সামনে কোন খাবার আনা হলে তিনি জানতে চাইতেন, এটা হাদিয়া, না সদকা? যদি বলা হতো, সদকা তা হলে সাহাবীদের তিনি বলতেন, তোমরা খাও। কিন্তু তিনি খেতেন না। আর যদি বলা হল হাদিয়া। তাহলে তিনিও হাত বাড়াতেন এবং তাদের সাথে খাওয়ায় শরীক হতেন।’ (সহিহ বুখারি, হাদিস, ২৪০৬)
আরেক হাদিসে আয়িশা রা. থেকে বর্ণিত, লোকেরা তাদের হাদিয়া পাঠাবার জন্য ‘আয়িশা রা.-এর নির্ধারিত দিনের অপেক্ষা করত। এতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত। (বুখারী, হাদীস, ২৪০৪)
বিকাশের মাধ্যমে পেমেন্ট প্রদান করলে কোম্পানী যে ক্যাশব্যাক দিয়ে থাকে তা মূলত হাদিয়া হিসেবে গণ্য হয়ে থাকে। কাজেই কেউ চাইলে সে টাকা গ্রহণ করে নিজের কাজে ব্যবহার করতে পারবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।