• রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
“কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি” — মতিঝিল দিলকুশায় মনি মুক্তা রিয়াদ সাইদুল গংদের প্রকাশ্যে মাদক ব্যবসা (পর্ব-২) আরিয়ান’র মনমুগ্ধ অভিনয়ে কান্নায় ভেঙে পড়লেন দর্শকরা প্রতিমন্ত্রী ফরহাদের আয় বেড়েছে, স্ত্রীর বেড়েছে সম্পদ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ১মাসে তিনবার গ্রেফতার চা বিক্রেতা আনারুল!   “কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ” এখনো বহাল তবিয়াতে মতিঝিল অফিস পাড়ায় অবৈধ স্টাফ বাস স্ট্যান্ড (পর্ব-৪) “কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি” মতিঝিল দিলকুশায় মনি মুক্তা রিয়াদ সাইদুল গংদের প্রকাশ্য মাদক ব্যবসা হালিশহর থানার অভিযানে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার আটক স্বামী-স্ত্রী খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, তৃণমূল বিএনপি ও কংগ্রেসের স্থগিত শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির র‍্যালি উপহার সামগ্রী শীতবস্ত্র বিতরণ “অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি” টাকা আর লবিং থাকলে আইন থাকে ভ্যানিটি ব্যাগে ডিজিএম সৈয়দ সালমা উসমান

ডিমের দাম নিয়ে প্রশ্নবাণে জর্জরিত মন্ত্রী

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রোটিনের অন্যতম সস্তা উৎস হিসেবে পরিচিত ডিমের বাড়তি দাম নতুন চাপ তৈরি করেছে মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবনে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে পড়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

মন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে একটি সভা হচ্ছে। সভা শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করবেন।

রোববার (১৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মাছ, মাংসসহ খাদ্য-পণ্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা। এ অবস্থায় নতুন করে ডিমের বাড়তি দাম বিপাকে ফেলেছে মধ্য ও নিম্ন আয়ের মানুষকে।

এক সপ্তাহের ব্যবধানে প্রতি পিস ডিমের দাম অন্তত তিন টাকা বেড়েছে। খুচরায় প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়।

ডিমের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডিমের দাম এবং অন্যান্য বিষয় নিয়ে সংশ্লিষ্ট উৎপাদনকারী এবং অংশীদারদের নিয়ে আমরা আজকে একটা সভা করছি। সভার পরে আমরা সিদ্ধান্ত জানাব।

তিনি বলেন, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দেশের মানুষের আমিষ জাতীয় খাদ্যের বড় একটি বড় উৎস ডিম। এক্ষেত্রে যাতে অস্বাভাবিক বাজার পরিস্থিতি না হয় সে বিষয়ে আমাদের পক্ষ থেকে যতটা করণীয়, আজকের সভায় সবার মতামত শুনে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

ডিম আমদানি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের একটি সভা চলছে, সভায় সিদ্ধান্ত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় একটি প্রশ্ন সবার। সেটি হচ্ছে, মাছ-মাংস কিংবা ডিমের দাম বাড়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন, আমাদের দায়িত্ব শুধু বাজার তদারকির। দাম বাড়ানো-কমানো, উৎপাদন খরচ থেকে শুরু করে সার্বিক বিষয়টি দেখে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আবার অন্য জায়গা থেকে বলা হয়, এটি কৃষি বিতরণ কেন্দ্র থেকে দেখবে। মূলত এ দায় দায়িত্ব কাদের, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের সভার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না।

এই যে ডিমের অস্বাভাবিক দাম বাড়ানো হলো, সেটি নিশ্চয়ই কোনো না কোনো পক্ষ থেকে হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রাণিসম্পদ মন্ত্রণালয় কি কোন উদ্যোগ নেওয়ার কথা ভাবে না? কারা-কীভাবে এই জিনিসটা করল, এটি খুঁজে দেখার কোনো তাগিদ কি মন্ত্রণালয় অনুভব করে? এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, আমাদের সামগ্রিক বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে, আলোচনার পরে আমরা এ বিষয়ে কথা বলব।

এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মাঝখানেই ‘ধন্যবাদ মিটিংয়ের পরে আমরা জানাব’ বলে উঠে যান মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ