নিজস্ব প্রতিবেদক:
সমাজসেবী ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মানবতার ফেরিওয়ালা লেডি বাইকার স্বপ্না খাতুন সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, রেড ক্রিসেন্টের একটি গাড়ির চালক তার সঙ্গে অশোভন আচরণ ও লাঞ্ছিত করেছেন।
তার ভিডিও সূত্র জানা যায়, স্বপ্না খাতুন তার স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকাকালীন ইনানী বীজ থেকে সুগন্ধা বিচের দিকে যাওয়ার পথে রেড ক্রিসেন্টের একটি গাড়ি বেপরোয়া ভাবে চলার সময় তাকে পিছন থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে স্বপ্না খাতুন গাড়িটিকে থামান এবং ড্রাইভারকে জিজ্ঞাসা করেন এমন কেন করে করলেন। ড্রাইভারকে জিজ্ঞাসা করা মাত্র ড্রাইভার তার দিকে তেরে এসে অশালীন মন্তব্য করেন এবং অসৎ্আচরণ করেন। তিনি যখন প্রতিবাদ জানান, তখন চালক আরও রূঢ় আচরণ করেন এবং তাকে মানসিকভাবে হেয় করার চেষ্টা করেন।
তিনি বলেন, "আমি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছি। কিন্তু একজন গাড়িচালকের কাছ থেকে এমন আচরণ কখনো আশা করিনি। এটি শুধু আমার জন্য নয়, সমাজের প্রতিটি নারীর জন্যই অপমানজনক। আমি এর ন্যায়বিচার চাই।"
ঘটনার পর স্বপ্না খাতুন তার ব্যক্তিগত প্ল্যাটফর্মে বিষয়টি শেয়ার করলে সামাজিক মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই এর নিন্দা জানিয়ে দোষীর শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, "আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"*
এ ধরনের ঘটনাকে নারীর নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা। তারা দোষী চালকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এবং কী ধরনের ব্যবস্থা নেয়। তবে এ ঘটনা আবারও প্রমাণ করলো, নারীদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করা এখনো অনেক দূরবর্তী লক্ষ্য।