সাকিব কতটা ‘অন্যায়’ করেছেন, তা জানেন না মাহমুদ
বিপিএলে এবার চিটাগং কিংসের হয়ে খেলার কথা সাকিব আল হাসানের। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী আশাবাদী, সাকিবকে শেষ পর্যন্ত খেলাতে পারবেন। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশেই আসতে পারছেন না সাকিব। এ অবস্থায় ৩০ ডিসেম্বর শুরু একাদশ বিপিএলে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।