খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ভারি বৃষ্টিপাতের কারণে মেরুং ইউপির একাধিক এলাকা ও মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে শতাধিক পরিবার। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া ৪০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
১০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে নবাগত জেলা পুলিশ সুপার মুক্তা ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন উপকার ভোগীদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। যারমধ্যে ছিলো, চাল, আলু, তেল, মসুর ডাল, পিঁয়াজ, লবন, মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন।
এছাড়াও পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষ থেকে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন পুলিশ সুপার মুক্তা ধর। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম (খাগড়াছড়ি সার্কেল), অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী (দীঘিনালা থানা), ডিআইও ওয়ান আনোয়ার হোসেন, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ।