ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

Rupalibank

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরো দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে: অর্থ উপদেষ্টা


বর্তমান কথা ডেস্ক
৯:৪৮ - মঙ্গলবার, ফেব্রুয়ারী ৪, ২০২৫
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরো দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে আরো দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এ তথ্য জানান।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “মূল্যস্ফীতির দিকে আমাদের মূল মনোযোগ আছে। যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব যেন মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আনতে পারি। এখন আমরা যে উদ্যোগ নেব, সেটার প্রভাব বাজারে দেখতে পাবেন। জুন মাসের দিকে যদি মূল্যস্ফীতি আইডল ৬-৭ শতাংশে যেতে পারি, তাহলে আমাদের জন্য বেটার হয়।”

তিনি আরো উল্লেখ করেন, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এগুলোর ইতিবাচক ফলাফল শীঘ্রই বাজারে প্রতিফলিত হবে। তবে এ প্রক্রিয়ায় কিছু সময় লাগবে বলে তিনি জানান।

বর্তমানে দেশে মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এই পরিস্থিতিতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো কতটা কার্যকর হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা-কল্পনা থাকলেও অর্থ উপদেষ্টার বক্তব্যে আশাবাদী হওয়ার কিছু ইঙ্গিত মিলেছে।

সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। আগামী দিনগুলোতে এ সংক্রান্ত আরো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সর্বশেষ - বাংলাদেশ