• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেছেন ড. এ কে আব্দুল মোমেন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ৪ মার্চ, ২০২৩

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে উভয় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

শুক্রবার (০৩ মার্চ) অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। জয়শঙ্করকে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান ড. মোমেন।কূটনৈতিক সূত্র জানায়, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ প্রতিপাদ্যে ভারতের সভাপতিত্বে এ বছর নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এদিকে শুক্রবার সকালে ড. মোমেন ব্রাজিল, মেক্সিকো, স্লোভেনিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা চলমান ভূ-রাজনৈতিক ইস্যু এবং জাতিসংঘসহ বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন।মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, মেক্সিকো শিগগিরই ঢাকায় তাদের কূটনৈতিক মিশন খুলবে। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে মন্ত্রীদের অবহিত করেন। বাংলাদেশ থেকে মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট মোকাবিলায় তিনি ওই দেশগুলোর সক্রিয় সমর্থন চেয়েছেন।পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আজ নয়াদিল্লি ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page