• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

লা লিগায় অনেক ম্যাচেই শেষ মুহূর্তে চমক দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ম্যাচের শেষ ১৫ মিনিটে গোল করে সবার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা নেই শীর্ষ দশেও। জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট এমন তথ্য প্রকাশ করেছে।

ট্রান্সফার মার্কেটের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে শেষ ১৫ মিনিটে গোল করাতে সবার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ক্লাবটি সব ম্যাচ মিলিয়ে শেষ ১৫ মিনিটে ১৭টি গোল করেছে। মাদ্রিদের পরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারকাবহুল ফরাসি ক্লাব পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গঠিত পিএসজিও ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় তুলে নিতে বেশ দক্ষ। চলতি মৌসুমে পিএসজি এখন অবধি সব ম্যাচ মিলিয়ে শেষ ১৫ মিনিটে গোল করেছে ১৬টি।তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ১৪ গোল নিয়ে পিএসজির পরের স্থানেই রয়েছে তারা। শেষ ১৫ মিনিটে ১৩ গোল করে তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে ব্রেমেন, লাইপজিগ, নাপোলি ও উদিনেসে। ট্রান্সফার মার্কেটের সেই তালিকার সেরা দশে জায়গা হয়নি বার্সেলোনার। লা লিগায় ক্লাবটি বেশ ভালো ছন্দে থাকলেও চলতি মৌসুমে শেষ মুহূর্তে খুব বেশি গোলের দেখা পায়নি তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page