• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদ সভা আগামীকাল

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ১ মার্চ, ২০২৩

ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে বহুজাতিক কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি চূড়ান্ত লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা ˆগছে। ২০২২ হিসাব বছরের জন্য এরই মধ্যে ৩৩ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। এর মধ্যে আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদনের আলোকে ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ও প্রথম ১০ মাসের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশের সমন্বিত বিক্রি হয়েছে ১ হাজার ৬৯৮ কোটি ৭২ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ বিক্রি হয়েছিল ১ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত বিক্রি বেড়েছে ১৩৩ কোটি ১২ লাখ টাকা বা ৮ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত পরিচালন মুনাফা হয়েছে ৪২৮ কোটি ৭৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা হয়েছিল ৩৭৬ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত পরিচালন মুনাফা বেড়েছে ৫২ কোটি ৬৪ লাখ টাকা বা ১৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৩০ কোটি ৮১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩০৮ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২১ কোটি ৯৪ লাখ টাকা বা ৭ দশমিক ১০ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬৬ পয়সা। এদিকে আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশের সমন্বিত বিক্রি হয়েছে ৫৭১ কোটি ৪৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এ বিক্রি হয়েছিল ৪৬০ কোটি ১৭ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত পরিচালন মুনাফা হয়েছে ১৭১ কোটি ৬৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১২১ কোটি ৪৮ লাখ টাকা। আর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১৩ কোটি ৪৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৩ কোটি ৬৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮১ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৯ পয়সায়।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৫৩ কোটি টাকা, যা আগের বছরে ছিল ১ হাজার ৬২২ কোটি টাকা। এর মধ্যে সিমেন্ট থেকে ১ হাজার ৯৪৬ কোটি ও অ্যাগ্রিগেটস থেকে ১০৭ কোটি টাকা আয় হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৮৮ কোটি টাকা। আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ২৩৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৫২ কোটি টাকা বা ৬৪ দশমিক ৩৯ শতাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৪ টাকা ৮৯ পয়সা।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল লাফার্জহোলসিম বাংলাদেশ। ২০১৯ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের চার হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page