• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মাদক সেবনকালে জনতার হাতে গাঁজা-ইয়াবাসহ আটক, পুলিশ যাওয়ার আগেই ছেড়ে দেওয়ার অভিযোগ তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি ॥ ছাত্রলীগের সাবেক নেতা রাজউক কর্মকর্তার সিন্ডিকেট দুদকের জালে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচবিএম ইকবাল প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন শেখ হাসিনা: ড. ইউনূস ক্ষমতার দাপট দেখিয়ে গুইমারা বাজারে সরকারি ড্রেন দখল করে প্লট নির্মান, নিরব প্রশাসন দাম কমালো জ্বালানি তেলের কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেলো মুছাপুর স্লুইসগেট মোংলায় মন্দির পাহারা ও সর্বসাধারণের নিরাপত্তায় কোস্ট গার্ড তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন রামগড়ে ইউ.পি সদস্যের উপর সন্ত্রাসী হামলা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠিত

Avatar
harun rashid
আপডেটঃ : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

হারুন অর রশিদ রাজিব, স্টাফ করেসপন্ডেন্ট:
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহাবাহী শিক্ষা প্রতিষ্ঠান দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে পুনর্মিলন উদ্ধোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো দিদার উল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণ।


(এসএসসি২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা)

পুনর্মিলনীতে প্রাক্তন ছাত্রছাত্রীরা পারস্পারিক শুভেচ্ছা বিনিময়, সতীর্থদের সঙ্গে স্মৃতিচারণ-আড্ডায় মেতে ওঠেন।

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে স্কুল চত্ত্বর হয়ে উঠে আনন্দঘন প্রাণের মেলা।
বহুদিন পর সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে আড্ডায় মাতোয়ারা হয়ে নানা বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠান মালায় প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল জীবনের বৈচিত্র্যময় দিনগুলো স্মৃতিচারণ করে এবং দেশ ও দশের কল্যাণে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পুনর্মিলনী উপলক্ষে বিশেষ স্মরণিকা “সৌহার্দ্য” প্রকাশ করা হয়। গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে স্থানীয় ও অতিথি শিল্পীদের গানে নাচে মেতে উঠে প্রাক্তন ছাত্রছাত্রীরা।
র‌্যাফেল ড্রসহ আনন্দ উৎসবের ব্যাপক আয়োজন দিয়ে শেষ হয় দিনব্যাপী আনন্দ আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক নুর নবী টিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনর্মিলন উদযাপন কমিটির সদস্য সচিব আহসান হাবীব সেতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ