খাগড়াছড়ির রামগর উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর বর্তমান ইউ.পি সদস্য মোঃ আবদুল আলীম দুলালের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
১২ জুলাই শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ির রামগর উপজেলার পাতাছড়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে এ নারকীয় হামলা চালানো হয়। দোকানের সামনে ঘটনাস্থলে বসাঅস্থায় সন্ত্রাসীরা পূর্ব-পরিকল্পিত ভাবে হাতে লাঠি-সোটা, লোহার রড নিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত আক্রমণ করে।
সে সময় স্থানীয় মোঃ ইউনুছ (৫০), নুর ইসলাম (৩৫), আবুল কাশেম (৩৫), মোশারফ হোসেন, নুর আলম (৩০), আফছার (২৫), পেয়ার আহাম্মদ (৪০), জাহিদুল ইসলাম (২২), জিয়াউর রহমান (২৮), সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী তাকে আক্রমন করে।
সে সময়র তার (মোঃ আবদুল আলীম) চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করে।
এ বিষয়ে মামলা করলে বা ভবিষ্যতে সন্ত্রসীদের কোন অন্যায় কাজের বিষয়ে প্রতিবাদ করলে ইউ.পি সদসে আবদুল আলীম কে অপহরণ করে হত্যা করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে ৫নং ওয়ার্ড এর বর্তমান ইউ.পি সদস্য মোঃ আবদুল আলীমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্থানীয় থানাতে অভিযোগ করতে গেলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাস আমাকে মামলা কোর্টে করতে বলেন। তিনি আরো বলেন, এটা আপনাদের দলীয় ব্যাপার । আমার পক্ষে আপনার মামলার ধারা দেওয়া সম্ভব না।