১৫ মামলার আসামী কুতুবউদ্দিন মিয়া মেম্বারের রয়েছে টর্চার সেল, এত জোর কোথায় পায়
News Episodes-৪
—-
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার কুতুবউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজীসহ অসংখ্য অপরাধের অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের জিম্মি করে ২ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ায় তার বিরুদ্ধে মামলা অভিযোগ হয়। ভুক্তভোগীদের তথ্যমতে, কুতুবউদ্দিন মেম্বারের রয়েছে একটি সশস্ত্র সন্ত্রাস গ্রুপ। একেবারে অল্প বয়সের কিছু উচ্ছৃঙ্খল কিশোরদের হাতে দেশীয় (এলজি) অস্ত্র তুলে দিয়ে কুতুবউদ্দিন সবাইকে ভয়ের মধ্যে রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জনের তথ্যানুযায়ী, তার কাছে বিদেশী ক্ষুদ্র অস্ত্র রয়েছে। সে তার আত্মীয় সম্পর্কের কয়েকজন ছেলে দিয়ে ক্যাডার হিসেবে কাজ করায়। এদেরকে বিভিন্ন সময়ে সীমান্ত চোরাচালান বিশেষ করে বার্মিজ গরু, নেশাদ্রব্য পাচারের কাজে ব্যবহার করে কুতুবউদ্দিন মেম্বার। তথ্যমতে তার অধিনে তিন স্তরের সন্ত্রাসী রয়েছে। এদের মধ্যে শক্তিশালী চক্রটি মহেশখালী কেন্দ্রিক বলে জানাগেছে। আরেকটি চকোরিয়া, ডুলহাজারা ও ভাসমান রোহিঙ্গা। একজন ব্যবসায়ী জানান, তার লালিত সন্ত্রাসী গ্রুপটির প্রথম দলটি হচ্ছে তার ওয়ার্ড ও ইউনিয়নের বাসিন্দা। তার ভাগিনা-ভাই, নিকট আত্মীয় কয়েকজন। এরা বয়সে তরুন। এই তারুণ্যের আবেগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজের বহু মানুষকে অপমান অপদস্থ করার ভয় দেখিয়ে সন্ত্রাসের রাজ্যত্ব কায়েম করে চলছে কুতুবউদ্দিন মেম্বার। অনুসন্ধানকালে জানাযায়, তার রয়েছে একটি টর্চার সেল। কুতুবউদ্দিনের প্রতারণার জালে আটকা পড়াদেরকে ওই টর্চার সেলে নিয়ে যায়। এর পর পরিকল্পনানুযায়ী তার মুল উদ্দেশ্য বাস্তবায়নের কাজ চলতে থাকে।