• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

মহাকাশ গবেষণায় জাতীয় পর্যায়ে জয়ী মহেশখালীর ৭ ‘ক্ষুদে বিজ্ঞানী’!

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি:
মহাকাশ গবেষণায় জাতীয় পর্যায়ে জয়ী হয়েছে কক্সবাজার জেলার মহেশখালীর ৭ ‘ক্ষুদে বিজ্ঞানী’! ঢাকায় অনুষ্ঠিত ‘এস্ট্রনট ক্যাম্প’-এ অংশ নিয়ে শত শত শিক্ষার্থীকে টপকে জয়ী হয়েছে এই ৭জন শিক্ষার্থী।
বিজয়ীরা হলেন: আব্দুল্লাহ আল অপু (স্যাটেলাইট ডিজাইন),মোজাহিদ হোছাইন আজমীর (স্যাটেলাইট ডিজাইন), হোছাইন মোহাম্মদ সাগর (স্যাটেলাইট ডিজাইন), রামিছা বিনতে বশর (মুন ল্যান্ডার), শেখ আসাব উদ্দিন (মুন ল্যান্ডার), আলিফ আল তৈয়ব আয়াত (মুন ল্যান্ডার) ও মারুয়া মিন্নাত সোহান (মুন ল্যান্ডার)

ঢাকার ৭১ মিলনায়তনে ২ দিন ব্যাপী এই সেমিনারে অংশ নিয়েছিল ঢাকাসহ সারাদেশের ৪-১৬ বছর বয়সী ৩০০ শিক্ষার্থী। এপোলো মিশন, স্পেস রোবট, মুন-ল্যান্ডার, ওয়াটার রকেট, ক্যান স্যাটেলাইট তৈরি, বিভিন্ন সৃজনশীল কার্যক্রম – এই সেমিনার ছিলো মহাকাশ গবেষণার এক অভূতপূর্ব অভিজ্ঞতা।

এই ‘ক্ষুদে বিজ্ঞানী’দের নেতৃত্ব দিয়েছেন সিরাজুল মোস্তফা আপেল। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মহাকাশ গবেষণায় কাজ করে যাচ্ছেন তিনি।

এই আয়োজনে সহযোগিতা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইনোভেশন ফোরাম, স্পেস ইনোভেশন ক্যাম্প, ক্রিয়েটিভ জুনিয়র, ড্রিমার্জ ল্যাব, রোবাস্ট রিসার্চ এন্ড ডেফেলপমেন্ট লিমিটেড, ই-সফট, সায়েন্টিফ্লাই, ৩৬৯ –অসটক, বিমান বাংলাদেশ ইয়ারলেন্স।

শিশু-কিশোরদের মধ্যে মহাকাশ বিজ্ঞানের প্রতি ভালোবাসা ও কৌতূহল জাগানো এবং ভবিষ্যতে মহাকাশ গবেষণায় তাদের অনুপ্রাণিত করা – এই আয়োজনের মূল লক্ষ্য।
এই জয় মহেশখালীর জন্য গর্বের। ‘ক্ষুদে বিজ্ঞানী’দের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ