পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মানবিক আদর্শের প্রতীক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ ও জনগণের কল্যাণের জন্য অন্যরকম চিন্তা-চেতনা ছিল তার। বৃহস্পতিবার ৭ মার্চ সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই আজ পরিচয় দেওয়ার মতো জায়গা খুঁজে পেয়েছি। পেয়েছি স্বাধীনতা ও একটি স্বাধীন বাংলাদেশ। এর আগে, টাউন হলের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসনের প্রতিনিধি নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মুক্তা ধর, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পরপরেই টাউন হলের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।