• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

ইলন মাস্ককে টপকে শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন মোয়েট হেনেসির চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের তথ্য অনুযায়ী, ফরাসি ধনকুবের ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ২০৭. ৬ বিলিয়ন।

শুক্রবার আর্নল্টের মোট সম্পদ টেসলা সিইওর মোট সম্পদ ২০৪.৭ বিলিয়ন ডলারকে ছাড়িয়ে যায়। ইলন মাস্ক ১৩ শতাংশ সম্পাদ হারিয়েছেন।

এই দুই ধনকুবের ২০২২ সাল থেকে শীর্ষ স্থান ধরে রাখার লড়াইয়ে ছিলেন। গত বছরের শেষের দিকে শীর্ষস্থান অর্জন করেন বার্নার্ড আর্নল্ট।

শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ নিচে দেওয়া হলো-

বার্নার্ড আর্নল্ট এবং ও তার পরিবার ($207.6 বিলিয়ন)

ইলন মাস্ক ($204.7 বিলিয়ন)

জেফ বেজোস (181.3 বিলিয়ন ডলার)

ল্যারি এলিসন (142.2 বিলিয়ন ডলার)

মার্ক জুকারবার্গ (139.1 বিলিয়ন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ