মোঃ আহমেদ পারভেজ
কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দেবিদ্বারের সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি নির্বাচনী প্রচারণা কালীন উঠান বৈঠকে জনগণের আমানত ভোট চাওকালীন সময় বলেছিলেন দেবিদ্বারকে আমি মাদকমুক্ত , সন্ত্রাসমুক্ত , চাঁদাবাজ মুক্ত করবো। তিনি ইতিমধ্যে এমপি হওয়ার পর শপথ গ্রহণের দিন তার নিজস্ব ফেসবুক একাউন্টের মাধ্যমে ঘোষণা করেন ,আগামী দিন সকাল থেকে দেবিদ্বারে সিএনজি , অটোরিকশা , পিকআপ সকল প্রকার যানবাহনের জিপি নামক চাঁদাবাজি বন্ধ ঘোষণা করা হলো।
এই ঘোষণা পেয়ে সাধারণ জনগণ এবং সিএনজি চালক অটোচালক বিভিন্ন যানবাহন চালকরা খুসিতে আত্মহারা এবং এমপি আবুল কালাম আজাদকে ধন্যবাদ জানানোর জন্য দেবিদ্বারের বিভিন্ন এলাকার যানবাহন চালকরা একটি আনন্দ মিছিল বের করেন। ইতিমধ্যে উল্লেখ্য থাকে গতকাল ২৫ জানুয়ারি ২৪ ইং তারিখে দেবিদ্দার উপজেলা আয়োজিত একমত বিনিময় সভায় গোমতী নদী ,ও বেরিবাদ রক্ষার্থে অবৈধ বালু , মাটি উত্তোলন এর বন্ধ ঘোষণা করেন। বিকেল ৫ ঘটিকার সময় দেবিদ্বারের গোমতী বেরিবাদ রক্ষার্থে নদী পথে ট্রলার যুগে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে , নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং ট্রাক দ্বারা ফসলি জমি থেকে মাটি কাটা সম্পন্ন বন্ধ ঘোষণা করেন।