এম.ডি.এন.মাইকেলঃ
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্টন থানা ছাত্রলীগ সভাপতি মোঃ আল-আমীন এর নেতৃত্বে থানা ছাত্রলীগ নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে প্রথমে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন পরবর্তীতে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাতা বার্ষিকীর কেক কাটা হয়।এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।ছাত্রলীগ তাদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ঠিক করেছে “স্মার্ট বাংলাদেশঃ উন্নয়ন দৃশ্যমান,বাড়বে এবার কর্মসংস্থান।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বাঙালির স্বাধিকারের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ -সব পর্যায়েই ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।