এম.ডি.এন.মাইকেলঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের এ ইশতেহার।
বৃহস্পতিবার সকল দশ ঘটিকার সময় মতিঝিল ফকিরাপুল আরামবাগ এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করেছেন। এ ইশতেহারে কর্মসংস্থান বৃদ্ধি,দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা,গণতান্ত্রিক চর্চার প্রসার,আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা,আর্থিক খাতে দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সুলভ করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা-সহ মোট ১১টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের এ ইশতেহার।
তিনি বলেন, আওয়ামী লীগ চায় শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের আমরা কোন ছাড় দিব না। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা আমাদের দেওয়া কথা অতীতেও রেখেছি সামনেও রাখবো।