• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লা-৪ দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

মোঃ আহমেদ পারভেজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৪ আসনের সরকার মনোনীত স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বারের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের চলছে নির্বাচনী প্রচারণা। ইতিমধ্যে উল্লেখ্য থাকে যে দেবিদ্বার উপজেলা সহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিয়ত ঈগল প্রতীকের প্রচারণার উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। আজাদকে তার সমর্থকরা প্রতিটি উঠান বৈঠকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন , দেবিদ্বারের উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ ,যুবলীগ , শ্রমিকলীগ , আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ হয়ে আবুল কালাম আজাদের ঈগল প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক এ উপস্থিত থাকে। এবং তাকে সমর্থন করছে প্রতিটি উঠান বৈঠকে জনসভায় পরিণত হয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে প্রতিনিয়ত সমর্থন করে যাচ্ছেন।
দেবিদ্বারের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এ ঘুরে ঘুরে আবুল কালাম আজাদের সমর্থকদের উঠান বৈঠকে প্রতিনিয়ত হাজির হয়ে উঠান বৈঠক করে যাচ্ছে , আবুল কালাম আজাদ এক উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় বলেন আমার নামে আমার বিরোধী সমর্থকরা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন আপনারা এই গুজবে কান দেবেন না। এর মধ্যে উল্লেখ থাকে যে , ৬নং ফতেয়াবাদ ইউনিয়নের জয়পুর সাইচাপাড়া , রাজামেহের ইউনিয়নের চাটলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুলতানপুর ইউনিয়নের কোরছাপ ও ছেঁচড়াপুরিয়া, গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকলার ও গুনাইঘর ঈদগাঁ মাঠ‌। ইউসুফপুর ইউনিয়নের মোগসাইর ও পৈরাংকুল বড়শালঘর ছোটশালঘর , ধামতি ইউনিয়নের দুয়ারিয়া গ্রাম,সুবিল ইউনিয়নের বাশরিয়া মাদ্রাসা ও রসুলপুর ইউনিয়নের জাবিনপুর , যাইয়াত ও গোপালনগরে , জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ডে‌ , জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর। এলাহাবাদ বাজার এবং মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেট। দেবীদ্বার পৌরসভার বারেরা গ্রামে। ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামে। সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে,ধামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে।রাজামেহের ইউনিয়নের নদিয়াবাদ উচ্চ বিদ্যালয় এবং ব্রাশনখাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে‌ , এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর মুক্তিযোদ্ধা সালাম ভূঁইয়ার বাড়িতে এবং কাচিসার বাজার মোহনপুর উচ্চ বিদ্যালয় এর মাঠে মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে গণজোয়ারের পরিণত করেন। এখানে উল্লেখ্য থাকে যে
সাধারণ জনগণ গত দুই বছর পূর্বেও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানী নির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছিল।সেই ভরসা আর ভালোবাসা পেয়ে আবুল কালাম এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করার সাহস যুগিয়েছেন দেবিদ্বারের জনগণ। স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকের ভোট চাইতে পারত না জনগণের ভালোবাসা আর উৎসাহ উদ্দীপনা না পেতো, আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সাহস পায় বলে জানিয়েছেন ,এই সমর্থক ও গণজোয়ারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারাই আমার শক্তি আপনার আমার সাহস আপনারা আমার প্রেরণা উপজেলায় সরকারি কোন বরাদ্দ না থাকায় জনগণের ভাগ্যের পরিবর্তনে কিছু করতে পারি নাই বলে জানিয়েছেন আজাদ‌।তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি বিজয়ী হই দেবিদ্বারকে তথা দেবিদ্বারের জনগণকে একটি উন্নত শহর হিসেবে আপনাদেরকে উপহার দিব। আবুল কালাম আজাদ তার উপস্থিতি সমর্থকদের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই সেবক হয়ে আপনাদের পাশে কাজ করতে চাই তিনি আরো বলেন আমাকে নেত্রী মনোনয়ন দেয় নাই আমি ভেঙ্গে পড়ি নাই আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে ঘোষণা করেছিলাম আমি নির্বাচন করব না,আমি আপনাদের ভালোবাসা নিয়ে বাকিটা জীবন কাটিয়ে যেতে চাই।আমি নির্বাচন না করলেও আপনাদের পাশে আছি থাকবো।যখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিল যদি নৌকার বাইরে কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চায় সাধারণ জনগণ তাকে চায় ভালোবাসে জননেত্রী শেখ হাসিনার সেই কথাকে সম্মান দিয়ে আবুল কালাম আজাদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।সিদ্ধান্ত নেয়ার পর সত্যিই জনগণের সমর্থক জনসভা দেখে আনন্দিত আজাদ।আমি যেখানেই যাই জনগণের গণজোয়ার দেখতে পাই। দেবিদ্বার বাসি শুধু ৭ তারিখের অপেক্ষায়। ঈগল মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে বিজয়ের মালা আবুল কালাম আজাদকে পরিয়ে ঘরে ফিরবে তার উপস্থিতি গণজোয়ারের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ