• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

বিশ্বকাপের সেই বড় মঞ্চের লড়াইয়ের আগেই বাংলাদেশ পরীক্ষার সামনে পড়তে হচ্ছে ভারতকে

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

খেলাধুলা ডেস্ক

 

ক্রিকেটের মাঠে শক্তির বিচারে অনেকটাই এগিয়ে ভারত। তবে দিনে দিনে সেই ভারতের জন্যই বড় হুমকি হয়ে উঠছে বাংলাদেশ। দুই প্রতিবেশী দেশের ক্রিকেটযুদ্ধ বরাবরই যোগ করে বাড়তি উন্মাদনা। এবারের বিশ্বকাপেই পুনেতে দুই দলের দেখা হবে। সেই ম্যাচ কেন্দ্র করে এখন থেকেই টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার।

কিন্তু বিশ্বকাপের সেই বড় মঞ্চের লড়াইয়ের আগেই বাংলাদেশ পরীক্ষার সামনে পড়তে হচ্ছে ভারতকে। কষ্টার্জিত জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছেছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। মালেশিয়াকে শেষ ওভারের নাটকীয়তায় হারিয়ে ২ রানে হারিয়েছে বাংলাদেশ। আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশ-ভারত ম্যাচ। এশিয়ান গেমসের সেমির লড়াইতে ভিভিএস লক্ষ্মণের শিষ্যদের পরীক্ষা নেবে টাইগাররা।

ক্রিকেটে মালয়েশিয়া দুর্বল দল। সেই দুর্বল দলের বিপক্ষেই হারতে বসেছিল বাংলাদেশ। এক সময় জয়ের সম্ভাবনা প্রায় শেষই হয়ে গিয়েছিল। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল মাত্র ১০ রান। শেষ ওভারে মাত্র ৫ রান। তখনও স্ট্রাইকে ছিলেন ফিফটি করা ব্যাটসম্যান ভিরেন্দীপ সিং। অধিনায়ক সাইফ হাসান শেষ ওভারে বল তুলে দেন অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুবর হাতে।

সেই আস্থার যোগ্য প্রতিদান দিয়েছেন আফিফ। দুর্দান্তভাবে তিনি শেষ ওভারে বল করেন। প্রথম তিন বলে ইনফর্ম ভিরেন্দীপ রানই নিতে পারেননি। চতুর্থ বলে ডিপ মিড-উইকেট দিয়ে শট খেলতে গিয়ে আউট হন। তখনই বাংলাদেশের দিকে ম্যাচটি হেলে পড়ে। ম্যাচ টাই করতে মালয়েশিয়ার প্রয়োজন ছিল একটি চার। শেষ দুই বলে তারা মাত্র এক রান করে নেওয়ায় হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।

সেমিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার পর নতুন করে পরিকল্পনা করার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক। সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে অধিনায়কের মন্তব্য,‘ ভারত অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ আমরা আগামীকাল তাদের নিয়ে পরিকল্পনা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ