• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কখন , কবে

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

খেলাধুলা ডেস্ক

বিশ্বকাপের ডামাডোল বেজে উঠেছে পুরো ক্রিকেট বিশ্বে। সেই বাজনার সপ্তসুরে কাঁপছে বাংলাদেশও। বড় স্বপ্ন নিয়ে বৈশ্বিক আসরের এই টুর্নামেন্টের প্রথম পর্বে ৯টি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। এক নজরে বাংলাদেশের সেই সূচি দেখে নেয়া যাক।

আগামী ৭ অক্টোবর সকাল ১১টায় ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ভারত বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশের। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগার বাহিনী।

বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের নয় ম্যাচের সূচি:

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ পেসার এবাদত হোসেন।

প্রসঙ্গত, আগমী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ বছর বাংলাদেশসহ মোট ১০টি দেশ অংশ নিচ্ছে বৈশ্বিক এই আসরে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর দুপুর আড়াইটায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ