• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

পাক-ভারত ম্যাচ পরিত্যক্ত হলে ক্ষতি হবে বাংলাদেশেরও!

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

খেলাধুলা ডেস্ক

সুপার ফোরে টানা দুই হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেলেও কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশ। সেটা কীভাবে একটু ব্যাখা করা যাক, আজকে রিজার্ভ ডেতে পাকিস্তান যদি ভারতের সঙ্গে বড় ব্যবধানে জয়লাভ করে, পরে ভারত যদি শ্রীলঙ্কাকে হারায়। তাহলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারালে ফাইনালে যেতে পারে।

তবে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বাংলাদেশ। কারণ পাকিস্তানের পয়েন্ট তখন হবে ৩, ভারতের হবে ১। এছাড়া ভারত-শ্রীলঙ্কা ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় শ্রীলঙ্কার পয়েন্টও হবে ৩।

অন্যদিকে, শ্রীলঙ্কা জিতলে তাদের পয়েন্ট হবে ৪, ভারত জিতলে তাদের হবে ৩। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে যে কোনো ব্যবধানে হারালেও লাভ হবে না বাংলাদেশের। কারণ বাংলাদেশের পয়েন্ট থাকবে ২।

নির্ধারিত দিনে গতকাল (রোববার) ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এদিন টসের পর নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও প্রথম ইনিংসে ২৪.১ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি। দুই দল কমপক্ষে ২০ ওভার করে খেলতে পারলে ম্যাচের ফল পাওয়া যেত।

হতাশার খবর হচ্ছে, আজ রিজার্ভ ডেতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ৩টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) আজ খেলা শুরু হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া নির্ভরযোগ্য ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কলম্বোতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা গতকালের চেয়ে আরও বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ