• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুকে ভালোবেসে রোজা রাখেন আব্দুল আলীম মোল্লা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মাধ্যমে আগস্টের রোজা রাখা কর্মসূচি সম্পন্ন করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা।
গত বৃহস্পতিবার বিকালে ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু যাদুঘর চত্বরে শ্রদ্ধা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এসময় আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহমেদ,আওয়ামীলীগ নেতা রাজীব হায়দার সাদিম গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর আলম, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, ৫২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব হাজী মোঃ ইয়াছিন, আওয়ামী লীগ নেতা আবু শাহীন মিয়া, মোস্তফা মিয়া, পশ্চিম থানা কৃষকলীগের সভাপতি হাজী মোসলেম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মাতব্বর, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা,স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব হাসান জয়,মনির হোসেন মোল্লা সহ বিপুল সংখ্যক শ্রেণী পেশার লোকজন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পরিচালনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আখতার হোসেন গাজীপুরী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছর ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিজোড় তারিখ গুলোতে গত ৪৮ বছর ধরে রোজা রাখেন মো. আবদুল আলীম মোল্লা।


বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে তিনি এইভাবে রোজা রাখছেন। প্রতিবছর ৩১ আগস্ট এলাকার দলীয় এবং বঙ্গবন্ধুপ্রেমী নেতাকর্মীদের নিয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও ইফতারির মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করেন বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা।
তিনি জানান, বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্য ৩ নভেম্বর, শহীদ আহসান উল্লাহ মাস্টারের প্রতি শ্রদ্ধা জানাতে ৭ মে এবং শহীদ ময়েজউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ সেপ্টেম্বর, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এই দিনগুলোতেও রোজা রাখেন আবদুল আলীম মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ