• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

পাক-ভারত ম্যাচের ভেন্যু কাভারে ঢাকা, সর্বশেষ আপডেট কী

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

খেলাধুলা ডেস্ক

ভারত-পাকিস্তান রোমাঞ্চকর লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি, স্থানীয় আবহাওয়া অফিসের বরাতে এমন সংকেত দিন কয়েক আগে থেকেই পাওয়া যাচ্ছিল। ম্যাচের ওভার সংখ্যা কি কমতে পারে? বৃষ্টিতে ভেসে যাবে না তো? এমনই নানা প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সবাই ঘন ঘন চোখ রাখছেন আবহাওয়া দফতরের পূর্বাভাসের দিকে।

চলমান এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলেতে আজ (শনিবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই জায়ান্ট। ভারত-পাকিস্তানের ম্যাচটি দেখতে দু’দলের সমর্থকদের পাশাপাশি পুরো ক্রিকেটবিশ্বই উন্মুখ হয়ে আছে।

গুগলের আবহাওয়া আপডেট বলছে, আজ ম্যাচ চলাকালে স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকায় ৫৬ থেকে ৭৮ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া সারা দিন মেঘের আবরণে ঢাকা থাকতে পারে আকাশ। আজ ক্যান্ডির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

ক্রিকইনফোর আপডেট বলছে, এই মুহূর্তে কাভারে ঢাকা পাল্লেকেলের পিচ। আকাশও ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ম্যাচ শুরুর আগে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, বেলা ৩টা ৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। বৃষ্টি হলে আউটফিল্ডে পানি জমবে। শেষ পর্যন্ত খেলা হলেও বৃষ্টি দুই দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

য়ম অনুযায়ী, বৃষ্টি থামার পর মাঠ শুকনো হলেই খেলা শুরু করা যাবে। তার আগে মাঠ আদৌ খেলার উপযোগী কিনা আম্পায়াররা সেই সিদ্ধান্ত নেবেন। বৃষ্টির জন্য নষ্ট হওয়া সময় অনুযায়ী ওভার কমানোর দায়িত্বও আম্পায়ারের। ডাকওয়ার্থ লুইস নিয়মের (ডিএলএস) মাধ্যমে পাল্টে যাবে রানের লক্ষ্যও।


হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তাপ ভেস্তে দিতে পারে বৃষ্টি।

তবে ফল নির্ধারণে অন্তত ২০ ওভার খেলা হতে হবে। সেটি সম্ভব না হলে ম্যাচটি বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। এশিয়ান শ্রেষ্ঠত্বের এই মঞ্চে গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ-ডে নেই। ফলে শনিবার খেলা না হলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে। সেক্ষেত্রে আগেই দুই পয়েন্ট পাওয়া পাকিস্তান আরেক পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে যাবে। অন্যদিকে, নেপালের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে ভারতকে।

সাধারণত বৃষ্টির কারণে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খেলা হয় না। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকেই কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিতে পারে। এমনকী কলম্বোতে যে ম্যাচগুলো রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ