• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিল সাত কলেজ শিক্ষার্থীরা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

ঢাকা কলেজ প্রতিবেদক

সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে কাফনের কাপড় পরে নীলক্ষেত মোড় সড়কে শুয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।

এ সময় বেশ কয়েকটি প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের ঘিরে অবস্থান নেন আরও কয়েকজন। প্ল্যাকার্ডে ‘শিক্ষা চাই ভিক্ষা নয়’, ‘আজ হয় প্রমোশন দিন, নয়তো মৃত্যু’, ‘মৃত্যু নয়তো গণ আত্মহত্যা’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রহসন মানিনা, মানবোনা’, সহ বিভিন্ন দাবি দেখা যায়।

আন্দোলনে অংশ নেওয়ার সাগর হোসেন নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘বিষয়টি সমাধান হবে এমন আশ্বাস দিয়ে সমন্বয়ক ম্যাডাম আমাদের মিথ্যা আশায় রেখেছেন। অপরদিকে তিনি ফরম পূরণ সম্পন্ন করে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এমন আচরণ করার কোনো যৌক্তিকতা নেই। আমরা চাই বিষয়টির সুষ্ঠু ও সুন্দর সমাধান করা হোক। অন্যথায় আজ আন্দোলন বন্ধ হবে না। আমাদের শিক্ষার্থীরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে রাস্তায় নেমেছেন। হয় আজ প্রমোশনের ঘোষণা আসবে, না হয় আমরা একসঙ্গে মারা যাব।’

রুবিনা ইয়াসমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তাদের নিয়মে সাত কলেজ চালাতে চায় তবে সব নিয়ম ও সুযোগ-সুবিধা সমানভাবে এখানে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা হয়। আমরা এখনো বছর ভিত্তিক পড়াশোনা করছি। কিছু নিয়ম মানবে কিছু নিয়ম মানবে না তা হতে পারে না। আজ আমাদের চূড়ান্ত আন্দোলন। প্রমোশনের ঘোষণা দিতে হবে না হলে আমরা আত্মহত্যা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ