• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

এই প্রথম ডাবল সেঞ্চুরি সাদমানের

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ৫ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ক্যারিয়ার যেন শুরুর আগেই শেষ হয়ে গেছে সাদমান ইসলামের। গত এক বছর ধরে ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না। অবশেষে চলতি বিসিএলে তার ব্যাটে রানের ফোয়ারা। গত ম্যাচে সেঞ্চুরির পর আজ উপহার দিলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি। বিসিএলের ফাইনালে বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে এই কীর্তি গড়েন বিসিবি দক্ষিণাঞ্চলের এই বাঁহাতি ওপেনার।গতকাল শনিবার থেকে শুরু হওয়া ফাইনালের প্রথম দিনই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাদমান। দিনশেষে তিনি ১৩০ রানে অপরাজিত থাকেন। সেই ইনিংসকেই আজ তিনি রূপ দেন ডাবল সেঞ্চুরিতে। ২৯৭ বলে ১৫০ স্পর্শ করেন। এরপর কাঙ্ক্ষিত ডাবল সেঞ্চুরিতে পা রাখেন ৩৯৪ বলে। মোহাম্মদ মিঠুনের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেন ৪৪৮ বলে ৩ ছক্কা ও ২৯ চারে ২৪৬ রানের ইনিংস।৯ বছরের ক্যারিয়ারে এর আগে ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি পেয়েছেন সাদমান। ৭২তম ম্যাচে পেলেন প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। গত বছরও বাংলাদেশ টেস্ট দলের ওপেনার ছিলেন সাদমান। কিন্তু পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করতে না পারায় দল থেকেই বাদ পড়েন তিনি। এরপর ইনজুরিতেও আক্রান্ত হয়েছিলেন সাদমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page