• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

নেইমারকে ছাড়াই ভাল খেলে পিএসজি!

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ১ মার্চ, ২০২৩

ডেস্ক:

প্যারিস সেন্ট জার্মেই তাদের ব্রাজিলীয় তারকা নেইমারকে ছাড়াই ভাল খেলছে। ২০২৩ সালটা মোটেও ভালভাবে শুরু করতে পারেনি পিএসজি। কিন্তু কাকতালীয়ভাবে দেখা গেছে নেইমার মাঠে না থাকলেই দলটি ভাল করছে। এতে অনেকেই অবাক হয়েছেন। নেইমারের মতো একজন প্রতিভাবান খেলোয়াড় মাঠে থাকলে কেন ভাল করতে পারছে না পিএসজি।পিএসজি সাম্প্রতিক সময়ে হেরেছে রেনে, লেন্স, মোনাকো, মার্শেই এবং বায়ার্ন মিউনিখের কাছে। প্রতিটি ম্যাচেই খেলেছেন নেইমার। তারা কয়েকদিন আগে লিওনেল মেসির ফ্রি কিকের গোলে জিতেছে লিলের বিপক্ষে। সে ম্যাচের একাদশে ছিলেন নেইমার। তিনি একটি গোল করেন এবং এমবাপ্পেকে একটি গোলের সুযোগ করে দেন। কিন্তু বিরতির পর ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। এক পর্যায়ে লিলে এগিয়ে যায় ৩-২ গোলে। শেষ দিকে এমবাপ্পে এবং মেসির গোলে জয়ী হয় তারা।এক পরিসংখ্যানে দেখা যায় দলের গুরুত্বপূর্ণ জয়ে নেইমারের ভুমিকা কম। নেইমার মাঠে না থাকলে এমবাপ্পে ও মেসির মধ্যেকার বোঝাপড়া অনেক ভাল হয়। মেসি পিএসজি যোগ দেয়ার পর নেইমার খেলেননি এমন ২৮টি ম্যাচের মধ্যে ২২টিতেই জিতেছে পিএসজি। এ পরিসংখ্যান থেকেই মনে হচ্ছে পিএসজিতে নেইমারের দরকার নেই। কিন্তু সমস্যা হলো তাকে বিক্রি করা। ২০১৭ সালে রেকর্ড পরিমান অর্থের বিনিময়ে পিএসজিতে যোগ দেয়া নেইমারের সাথে পিএসজির চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। তাই তাকে বিক্রি করা বেশ কঠিন। তাছাড়া তার বেতন ভাতাও অনেক। ফলে চাইলেও অনেক ক্লাবই নেইমারকে দলে নিতে পারবে না। পিএসজি চাইছে লোকসান দিয়ে হলেও নেইমারকে বিক্রি করে দিতে। এমনকি তারা ছয় কোটি ইউরোর প্রস্তাব পেলেও নেইমারকে বিক্রি করে দেবে। জানা গেছে ইংলিশ ক্লাব চেলসি নেইমারকে দলে নিতে আগ্রহী। সে ক্ষেত্রে নেইমার যদি তার বেতন ভাতা নিয়ে চেলসির সাথে একমত হতে পারে তাহলেই তার ট্রান্সফার সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ