সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করলো ব্রুনাই দারুসসালামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ১৫ আগস্ট ব্রুনাই দারুসসালামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ হাইকমিশনার। তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বিশেষ বানী উপস্থিত সকলের উদ্দেশ্যে পাঠ করে শোনান। দূতালয় প্রধান জনাব তন্ময় মজুমদার এবং প্রথম সচিব (শ্রম) জনাব আবু বাক্কার সিদ্দিকি যথাক্রমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনান। বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শাহদাত বরণকারীদের আত্মার শান্তি কামনা করে পবিত্র কোরান তেলাওয়াত ও বিশেষ প্রার্থনা করেন জনাব হাফেজ হাবিবুল্লাহ্। এরপর সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্য ভিডিও চিত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঠিক ইতিহাস তুলে ধরা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ব্রুনাই বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর সভাপতি লিয়াকত সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মোরশেদ আলম শাহিন সহ ব্রুনাই বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর নেতৃবৃন্দরা।