• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

আলীকদম দুর্গম ঝিরি থেকে নিহত পর্যটকের লাশ উদ্ধার করেছে জোন সেনা টহল

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

সোমবার ১৪ আগস্ট আলীকদম জোনের (৩১ বীর) একটি উদ্ধার টিম নিহত পর্যটকের লাশ পুলিশ ও স্বজনদের নিকট হস্তান্তর করেন। আলীকমদ জোনের দেয়া প্রেস রিলিজে উল্লেখ করা হয়, ‘গত ১১ আগস্ট ২০২৩ তারিখ ১৬০০ ঘটিকায় আলীকদম উপজেলাধীন ০৪ নং কুরুকপাতা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের সাইম্প্রা ঝর্ণায় ভ্রমণ করার উদ্দেশ্যে ২১ জন পর্যটক গমন করেন। তারা সেদিন সাইম্প্রা ঝর্ণার উপরে উঠার চেষ্ঠা করেন। ওই সময় মোঃ আতাহার ইসরাক রাফি, পিতা মোঃ শওকত আলী ঝর্ণার উপরে উঠতে গেলে পা পিছলে ঝিরির নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। আহত ব্যক্তির শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হওয়ায় ১২ আগস্ট ২০২৩ তারিখ ১৬৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ১৩ আগস্ট ২০২৩ তারিখ আলীকদম জোনের দোছড়িপাড়া বিওবি হতে ওয়ারেন্ট অফিসার মোঃ হুমায়ুন কবীর এর নেতৃত্বে একটি টহল দল ১৫৩০ ঘটিকায় দূর্গম পাহাড়ী এলাকার সাইম্প্রা ঝর্ণার উদ্দেশ্যে পর্যটকদের জন্য খাবারসহ গমন করেন। এর পর ঝিরি থেকে নিহত ব্যক্তির লাশ নিয়ে ১৮০০ ঘটিকায় সাইম্প্রা ঝর্ণার ঝিরি হতে আমতলী ঘাট পর্যন্ত নিয়ে আসে। ঘাটে পৌছানোর পর আলীকদম জোন প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, আলীকদম থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ও নিহতের বাবা-মা নিহতের লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে আলীকদম জোন কর্তৃক নিহত ব্যক্তির লাশ আলীকদম থানায় যথাযথ পক্রিয়ার হস্তান্তর করা হয়’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ