নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। লিভারের জটিলতা থাকায় আগের মতোই এখনও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার (১৪ আগস্ট) বিএনপি সূত্রে জানা যায়, প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি পর্যালোচনা করছেন মেডিকেল বোর্ড। তবে, তিনি এখনও কেবিনে ভর্তি আছেন।
আরও পড়ুন- খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ফখরুলের উদ্বেগ, বিদেশে পাঠানোর দাবি
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়ার শরীরে জ্বর নেই। কিন্তু লিভার জটিলতা পুরোপুরি সমাধান হয়নি। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তারপর সিদ্ধান্ত হবে- আর কতদিন তাকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি ঘণ্টাখানিক আগে খোঁজ নিয়ে জেনেছি, ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই আছে। তিনি কেবিনে আছেন। সার্বক্ষণিক চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
আসলে কেমন আছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডাম আগের মতোই আছেন। তবে, হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।