খাগড়াছড়ি প্রতিনিধি: মাদক, চোরাচালান নিয়ন্ত্রন, ক্লুলেস মামলার রহস্য উৎঘাটন ও বাল্যবিবাহ ,পাহাড় কাটাসহ পরিবেশ দূষণের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় টানা তৃতীয় বারের মতো খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া।
শনিবার (১২ আগষ্ট) দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার ), এর সভাপতিত্বে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন।
অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়ার নিকট শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট তুলে দেন, জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ।
এ সময় জেলা পুলিশের ঊচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওসি জাকারিয়া বলেন, পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাটিরাঙ্গা থানা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের প্রতি। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি দোয়া প্রার্থনা করছি আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সফলতার সহিত পালন করতে পারি এবং ভবিষ্যতে আরো সুনাম অর্জন করতে পারি। মাটিরাঙ্গা থানা এলাকার জনসাধারণের জন্য কাঙ্খিত পুলিশি সেবা প্রদান করতে পারি।