ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫

Rupalibank

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল: পুরস্কারের তালিকা রিভিউ হবে


বর্তমান কথা ডেস্ক
৪:৫১ - সোমবার, জানুয়ারী ২৭, ২০২৫
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল: পুরস্কারের তালিকা রিভিউ হবে

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রবিবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্তব্য করেছেন, “পুরো বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে।”

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, সম্প্রতি পুরস্কারের তালিকা ঘোষণার পর বিভিন্ন মহল থেকে আলোচনা শুরু হয়। এই বিষয়ে তিনি বলেন, “যদি কেউ গণবিরোধী রাজনীতিতে সম্পৃক্ত থাকে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে পুরস্কারের তালিকা থেকে তার নাম বাদ যাবে। বিষয়টি আমলে নিয়ে আমরা তালিকাটি সাময়িকভাবে স্থগিত করেছি এবং রিভিউ প্রক্রিয়া শুরু করেছি।”

তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয়, গণবিরোধী রাজনীতিতে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া যায়, বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার নাম পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে এ ধরনের বিতর্ক নতুন করে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সর্বশেষ - বাংলাদেশ