মঙ্গলবার সকাল ১০ টায় আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদ কর্তৃক পরিচালিত গাউছিয়া আহমদিয়া আমিনিয়া সুন্নিয়া মাদ্রাসার সবক্ব প্রদান অনুষ্ঠান- ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা সুপার মাওলানা কারী জহির উদ্দিন এবং সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তৌহীদ বতোফায়লে রশীদ এর সভাপতি, বিশিষ্ট লিখক ও গবেষক পীরে ত্বরিক্বত হযরতুল আল্লামা মাওলানা এস এম জাফর ছাদেক আল আহাদী (ম.জি.আ.)
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমিনুল উলুম কাদেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রবীন আলেমেদ্বীন মাওলানা আব্দুল মালেক সাহেব, দাগনভূঞা পৌরসভার ১,২,৩ ওয়ার্ডের কাজী মাওলানা আবু তাহের আনসারী সাহেব , প্রতিষ্ঠানের ভুমিদাতা জনাব আলহাজ্ব এনামুল হক সাহেব সহ মাদ্রাসা কমিটি ও শুভাকাঙ্ক্ষীগন।
প্রধান অতিথি আল্লামা এস এম জাফর ছাদেক আল আহাদী (ম.জি.আ.) নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ২০২৫ শিক্ষাবর্ষের নতুন সবক্ব প্রদান করেন অতঃপর মাদ্রাসা সুপার জনাব মাওলানা ক্বারী জহির উদ্দিন সাহেব এর সঞ্চালনায় মিলাদ-ক্বিয়াম শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।