ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২৩, ২০২৫

মোংলা বন্দরে মেট্রো রেলের দ্বাদশ চালান


নিউজ ডেক্স
৪:১৭ - রবিবার, অক্টোবর ২, ২০২২
মোংলা বন্দরে মেট্রো রেলের দ্বাদশ চালান

মেট্রো রেলের আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ভেনাস ট্রায়াম্ফ। রোববার (০২ অক্টোবর) সকালে এসব পণ্য খালাস শুরু হয়। এর আগে শনিবার সন্ধ্যায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি।

জানা গেছে, বিদেশি জাহাজ এমভি ভেনাস ট্রায়াম্ফ আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে। 

জাহাজ ভেনাস ট্রায়াম্ফের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটিতে আসা কোচ ও ইঞ্জিন খালাস শেষে বার্জে (নৌযান) করে নৌপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রো রেলের ডিপোতে নেওয়া হবে।