• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

খাগড়াছড়ি প্রতিনিধি:
সংবিধান পরিপন্থী আদিবাসী স্বীকৃতি আদায়ের অন্তরালে দেশ বিভক্তির চক্রান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুম অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো: মুজিবর রহমান। এতে বলা হয়, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ দিবসকে কেন্দ্র করে কিছু সুশীল, বুদ্ধিজীবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পত্রপত্রিকার সম্পাদকরা টিভির টকশো ও সভা-সেমিনারে সংবিধান বিরোধী আদিবাসী শব্দ ব্যবহার করে এদেশের উপজাতিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে এনজিও, দাতাসংস্থা এবং খ্রিস্টান মিশনারী সহ পশ্চিমা দাতাসংস্থার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্থ হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে আদিবাসী শব্দের ব্যবহার বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এছাড়াও ৯ আগস্ট সংবিধান পরিপন্থী, বিতর্কিত স্পর্শকাতর আদিবাসী দিবস পালনের নামে দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যনারে খাগড়াছড়িতে মানববন্ধন করবে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের মহাসচিব আলমগীর কবির, যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সদস্য সচিব মাসুম রানা, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি আসাদ উল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ