• সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
“কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি” — মতিঝিল দিলকুশায় মনি মুক্তা রিয়াদ সাইদুল গংদের প্রকাশ্যে মাদক ব্যবসা (পর্ব-২) আরিয়ান’র মনমুগ্ধ অভিনয়ে কান্নায় ভেঙে পড়লেন দর্শকরা প্রতিমন্ত্রী ফরহাদের আয় বেড়েছে, স্ত্রীর বেড়েছে সম্পদ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ১মাসে তিনবার গ্রেফতার চা বিক্রেতা আনারুল!   “কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ” এখনো বহাল তবিয়াতে মতিঝিল অফিস পাড়ায় অবৈধ স্টাফ বাস স্ট্যান্ড (পর্ব-৪) “কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি” মতিঝিল দিলকুশায় মনি মুক্তা রিয়াদ সাইদুল গংদের প্রকাশ্য মাদক ব্যবসা হালিশহর থানার অভিযানে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার আটক স্বামী-স্ত্রী খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, তৃণমূল বিএনপি ও কংগ্রেসের স্থগিত শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির র‍্যালি উপহার সামগ্রী শীতবস্ত্র বিতরণ “অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি” টাকা আর লবিং থাকলে আইন থাকে ভ্যানিটি ব্যাগে ডিজিএম সৈয়দ সালমা উসমান

লামায় এক নেশাখোরের নির্দয় তান্ডব, আতঙ্কিত ঘোটা গ্রামের মানুষ

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

লামা উপজেলার সদর ইউনিয়ন পশ্চিম লাইনঝিরি গ্রামে এক নেশাখোরের হামলায় নারীসহ স্থানীয় ৩ জন আহত। হামলার শিকার হওয়ারা জানায়, লামা সদর ইউপির ১,২,৩ নং ওয়ার্ড সদস্য মনোয়ারা বেগম প্রকাশ পান্না মেম্বারের ছেলে শাহাব উদ্দিন নেশা করে বিকেল ৪টা থেকে রাত অবদি এখন পর্যন্ত সে একের পর এক মানুষজনকে মারধর করে চলছে। এই নেশা খোরের হামলায় এক বিধবা নারীসহ ৩ জন আহত হয়েছে। আর্জন আলী নামে আহত এক যুবকের অবস্থা সুচনীয়। সে নেশা খোরের আঘাতে বাঁ পায়ে ও বুকে ব্যথা নিয়ে রাত ৯টায় লামা হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া বিধবা খদিজা বেগমকে মারধরসহ, বসত ঘর ভাঙচুর ও ভাত তরকারি ছুড়ে ফেলে দেয়। ওই সময় খদিজা বেগমের তিনটি হাস মেরে ফেলেছ। শাহাদাত নামের আরেক যুবকে মেরে ডান পাশের চোখের নীচে রক্তাক্ত আঘাত করে। আহত শাহদাত লামা হাসপাতালে চিকিৎসা নেয়। ভুক্তভোগী গ্রামবাসীরা জানায়, মহিলা মেম্বার পান্নার ছেলে শাহাব উদ্দিন প্রায়ই নেশাগ্রস্থ হয়ে মানুষকে নির্যাতন করে। তার বাবা গ্রামের সর্দার শাহজাহান জানান, ছেলে তার অবাধ্য। সে জানায়, ‘আমি নিজেই এই ছেলের কাছে নিরাপদ নয়, সে দু’চারবার আমাকেও মেরেছে।নেশা করে প্রায়ই তার স্ত্রী মা সন্তনদেরকেও মারধর করে’।মহিলা মেম্বার পান্না জানান,’আমার পরিবারের কেউ-ই তার কাছে নিরাপদ নয়, তাকে ধরার জন্য পুলিশকে বলেছি। পান্না মেম্বার আরো জানায়, মোবাইল কোর্ট করে তাকে শায়েস্তা করার জন্য অনুরোধ করেছি’। এ দিকে আতঙ্কিত গ্রামবাসীরা জানায়, রাত যতই বাড়ছে শাহাব উদ্দিন ততই অপ্রতিরোধ্য, হিংস্রতা প্রদর্শন করছে। তার পিতা সর্দার শাহজাহান একজন সমাজের সম্মানী ব্যক্তি। সন্তানের এহেন আচরনে সে নিজেই অসহায়ত্ব বোধ করছেন। ছেলের হামলা থেকে নিজেকে রক্ষা করতে সন্ধা থেকে লামা থানার সামনে এসে বসে আছে সর্দার শাহ জাহান। এ ব্যপারে লামা থানা অফিসার ইনচার্জ জানান, দূর্যোগ পরিস্থিতির মাঝে পুলিশ নানান দায়িত্বে ব্যস্ত। এমনিতে থানা প্রাঙ্গন প্লাবিত তার পরও অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ