• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড সম্মানে ভুষিত মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকারিয়া

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকারিয়া আইন শৃঙ্খলায় বিশেষ অবদান ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতির সম্মাননা স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন  ।  বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়নে এই মহিয়সী নারী মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি এসএম মজিবুর রহমান মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকারিয়া হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউল্লাহ খান। এসময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপ মন্ত্রী সাদেক ছিদ্দিকী, অতিরক্ত অর্থ সচিব শহীদুল হারুন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের সাবেক ডি আই জি মো:আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকারিয়া বলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় আমাকে মনোনীত করে। সে মোতাবেক ২০ জুলাই আমাকে এই অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ