• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার একজন মানবিক কর্মকর্তা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

 বান্দরবানের লামা উপজেলা নির্বাহী অফিসারের মহানুভবতায় মুগ্ধ স্থানীয়রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্রী দরিদ্র পরিবারের সন্তান সুমাইয়া শিমুর হাতে তুলে দেন একটি নতুন ল্যাপটপ। বান্দরবান জেলার লামা উপজেলা একটি পাহাড়ি প্রান্তিক জনপদ। এই উপজেলার মানুষগুলো প্রতিদিনই জীবীকার অন্বেষনে পাহাড়ে জঙ্গলে, কখনো কখনো ও বা মাঠে আবার কখনো বা বিভিন্ন ধরণের কঠোর পরিশ্রমের মধ্যে নিজেকে জড়িয়ে রাখে। কঠোর পরিশ্রম করে পরিবার পরিজনের নিত্যদিনের খাবার জোগাড় করেন। এর বাহিরে সন্তানাদির পড়াশোনার খরচের জোগান দেয়া, যেন এক অনবদ্য জীবন সংগ্রাম। সময়ের সাথে তাল মিলিয়ে কোনো রকম চলাই যেখানে ‘নূন আনতে পান্তা ফুরানোর’ দশা। এমন কঠিন বাস্তবতায় পড়ার খরচের বাহিরে দামি কোনো (প্রয়োজনীয়) উপাদান কিনে দেয়া, একজন প্রান্তিক অভিভাবকের জন্য রীতিমত অসাধ্য ব্যপার। আর এ সময় যদি কোনো মহৎপ্রাণ এগিয়ে আসে, তা হলে ব্যপার খুবই আনন্দের হবে তাই না(?)। ঠিক এই ধরনেরই এক আনন্দময় মুহুর্তের অবতারণা করলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। ২৭ জুলাই বৃহস্পতিবার আর্থিকভাবে অসহায় পরিবারের মেধাবী সন্তান সুমাইয়া শিমুর হাতে তুলে দেন একটি নতুন ল্যাপটপ। উপজেলার রুপসীপাড়ার এক দরিদ্র পরিবারের মেয়ে সুমাইয়া। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তির সুযোগ পাওয়ায়, এর আগেও ভর্তির বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার। এইবার এই শিক্ষার্থীকে সঠিকভকবে জ্ঞানার্জনের মাধ্যম, সফলতার সাথে তার পড়াশোনা শেষ করার জন্য আবারো পাশে দাঁড়িয়েছেন ইউএনও, লামা। তাঁকে একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ উপহার দেয়া হয়। গরিব মানুষের পাশে মানবতার এক অগ্রদূত হয়ে দাঁড়ালেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার। লামা উপজেলার এই কর্মকর্তা যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম অনেকটা হ্রাস পেয়েছে। খুবই সাধারণ ভাবে গরিব মানুষের সাথে মিশে তাদের বিভিন্ন রকম আবদার পূরণের চেষ্টা করেন তিনি। সদাশয় সরকারের সব ধরণের সুযোগ সুবিধা সমুহ উপজেলার অসহায় মানুষগুলোর কাছে যাতে পৌঁছে, সে দিকেো সচেতন নজর রেখে চলছেন এই কর্মকর্তা। চলনে বলনে একজন শান্ত মার্জিত ব্যক্তিত্ব লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর জন্য দরিদ্র মানুষের দোয়া থাকবে অবিরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ