• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

রাবি শিক্ষক তাহের হত্যা মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত শেষ সাক্ষাতে আসামিদের পরিবার

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ফারুক হোসেন, রাজশাহী ব্যুরো: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের পরিবারকে সাক্ষাতের জন্য ডেকেছে কারা কর্তৃপক্ষ।

জাহাঙ্গীর আলমের ছোট ভাই মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার কারা কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়েছিল। রিট থাকায় আমরা তখন দেখা করিনি। আজকে রিট নিষ্পত্তি হওয়ার পর আমরা দেখা করতে এসেছি। আমাদের পরিবারের প্রায় ৩৫ জন দেখা করতে এসেছে।
কেন্দ্রীয় কারাগারের একটি সূত্রে জানা গেছে, আজ রাতেই অধ্যাপক এস তাহির হত্যা মামলার আসামিদের ফাঁসি কার্যকর করা হতে পারে।

এদিকে কারাগারের ভেতরে রাজশাহী জেলা প্রশাসক, সিভিল সার্জন, ডিআইজি প্রিজন ও কারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা মিটিংয়ে বসেছেন। তবে এ নিয়ে কোনো বক্তব্য দেননি রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।

ড. এস তাহের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ছিলেন তাহেরের সহকর্মী একই বিভাগের শিক্ষক ও সহযোগী অধ্যাপক। তাহেরের বাসার কেয়ারটেকার ছিলেন জাহাঙ্গীর।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবি শিক্ষকদের আবাসিক কোয়ার্টারের বাসা থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের। পরদিন বাসার পেছনের ম্যানহোল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জ/ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ