খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণীর পাচঁটি বিদ্যালয়ের মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে ।
বুধবার (১২জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘জনশুমারী ও গৃহ গণনা প্রকল্প-২০২১’ এর ব্যবহৃত ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।বিতরন অনুষ্ঠানে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা ,উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ ট্যাবগুলো তুলে দেন।
এসময় অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ নির্মাণে চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো অবশিষ্ট থাকবে না।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে বেজায় খুশি শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকগণ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বাবলু হোসেন ।তিনি জানান, মাধ্যমিক পর্যায়ের ৯ম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী চৌধুরী,মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বাবলু হোসেন,মাদ্রাসার সুপার জয়নুল আবেদীন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।