• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি ॥ ছাত্রলীগের সাবেক নেতা রাজউক কর্মকর্তার সিন্ডিকেট দুদকের জালে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচবিএম ইকবাল প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন শেখ হাসিনা: ড. ইউনূস ক্ষমতার দাপট দেখিয়ে গুইমারা বাজারে সরকারি ড্রেন দখল করে প্লট নির্মান, নিরব প্রশাসন দাম কমালো জ্বালানি তেলের কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেলো মুছাপুর স্লুইসগেট মোংলায় মন্দির পাহারা ও সর্বসাধারণের নিরাপত্তায় কোস্ট গার্ড তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন রামগড়ে ইউ.পি সদস্যের উপর সন্ত্রাসী হামলা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে অবৈধ অস্ত্র সহ যুবক আটক!

দুর্ঘটনা যেন থামছেই না মা‌টিরাঙ্গা-তানাক্কাপাড়া সরু সড়কে

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ১৯ জুন, ২০২৩

‌ পার্বত‌্য খাগড়াছড়ির নয়‌টি উপ‌জেলার ম‌ধ্যে সর্বাধিক জনবহুল উপজেলা মা‌টিরাঙ্গা। উপ‌জেলা‌র জি‌রো প‌য়েন্ট থে‌কে উত্ত‌রে ৪৬‌ কি‌লোমিটার দৈর্ঘ‌্য মা‌টিরাঙ্গা-তানাক্কপাড়া সড়ক। ঢাকা,চট্টগ্রামসহ দে‌শে বি‌ভিন্ন জেলার কোচ ,নাইট‌কোচ চলাচল ক‌রে এই সড়‌কে। নব্বই দশ‌কে সড়ক‌টি এইচ‌বি‌বি (সলিং) এবং বিংশ শতাব্দ‌ীতে কা‌র্পেটিং করা হয়। নির্মাণ শে‌ষে গত ২০২২ সা‌লের ২৯অ‌ক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬‌কো‌টি টাকা ব‌্যায়ে ৫০‌মিটার ‌দৈর্ঘ‌্য গোম‌তি সেতুসহ ৩টি দৃষ্টিনন্দন জাতীয় মা‌নের গার্ডার সেতুর শুভ উদ্বোধন করেন এই সড়‌কে। দৈর্ঘ‌্য ও এলাকার আয়তন অনুসা‌রে ব‌্যস্ততম একমাত্র এক লে‌নের সরু সড়ক‌টি বর্তমান সময়ে খুবই ঝুঁকিপূর্ণ সড়কে পরিনত হয়েছে। সড়ক‌টি সরু ও ঘন ঘন বাঁক থাকায় গা‌ড়ি ক্রসিং কিংবা ওভার‌টেক করার সময় কা‌র্পেটিং সিমানার বা‌হি‌রে চ‌লে যায়। এ‌তে প্রায়ই সময় মানাত্মক দুর্ঘটনা ঘ‌টে। জরুরী ভিত্তিতে টার্নিং পয়েন্ট সোজা ও সড়‌ক প্রসস্ত করা না হলে বর্ষায় সড়কটি চলাচলে আ‌রো ঝুঁকিপূর্ণ ‌হয়ে পড়বে। এখনও পর্যন্ত সিমান্তবর্তী এই সড়ক‌টি ধ‌রে দুইটি খাদ‌্য গুদাম, ২‌টি বি‌জি‌বি ব‌্যাট‌া‌লিয়ন ও ২৫ টি বি‌ও‌পি ক‌্যাম্প ,এক‌টি পুর্নাঙ্গ পু‌লিশ থানা, এক‌টি পু‌লিশ তদন্ত কেন্দ্র, এক‌টি পু‌লিশ ফা‌ড়ি, ৭টি ইউ‌নিয়ন, এক‌টি পৌরসভার আং‌শিক লোক প্রতি‌দিন এ সড়‌কে চলাচল ক‌রে। বিস্তীর্ণ পাহাড়ি এই জনপ‌দে ৭০টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়,প্রায় এম‌পিও এবং নন এম‌পিও ভুক্ত প্রয় ১০টি হাইস্কুল, এক‌টি ক‌লেজ, এক‌টি আ‌লিম মাদ্রাসা,দুইটি ফ‌াজিল মাদ্রাসা ও বেশ ক‌য়েক‌টি এফ‌তেদায়ি মাদ্রাসা ছাড়া ও বি‌ভিন্ন প্রাই‌ভেট ও এন‌জিও প‌রিচা‌লিত প্রতিষ্ঠান র‌য়ে‌ছে। এসকল প্রতিষ্ঠা‌নের দাপ্তর‌কি কার্যক্রম উপ‌জেলা সদ‌র থে‌কে‌ নিয়ন্ত্রণ হওয়ায় প্রায় প্রতি দিনই সং‌শ্লিষ্ট‌দের মা‌টিরাঙ্গা সদ‌রে আস‌তে হয়। ক‌মিউনি‌টি ক্লি‌নিক ছাড়া স‌ক্রিয় কোন হাসপাতাল না থাকায় ‌দীর্ঘ‌্য পথ পাড়ি দিয়ে সরু সড়ক দি‌য়ে উপ‌জেলা স্বাস্থ‌্য কে‌ন্দ্রে আস‌তে হয়।

মিল কারখানাহীন কৃ‌ষি নির্ভর এ অঞ্চলে উৎপা‌দিত কৃ‌ষিপন‌্য যেমন,সিজনাল ফল,ধান ,আম,কাঁঠাল,কচুরছড়া,আদা, আনারস ,লিচু,বারমা‌সি ফল কলা,পাহাড়ী বাঁশ,কাঠ দে‌শের বি‌ভিন্ন জেলার ব‌্যবসায়ীরা নি‌য়ে যায়। পাহাড়ী এই এলাকায় রেল,জল,আকাশ কিংবা বিকল্প কোন পথ না থাকায় বাধ‌্য হ‌য়ে সরু এক লে‌নের সড়ক দি‌য়ে চল‌া চল কর‌তে হয়। এক কথায় মানু‌ষের দৈন‌ন্দিন জীব‌নে সাম‌রিক,আধা সম‌রিক,বেসাম‌রিক, শিক্ষা,চিকিৎস‌্যা ও প্রশাস‌নিক সকল কা‌জে চলাচ‌লের এক মাত্র সড়ক মা‌টিরাঙ্গা-তানাক্কা পাড়া সড়ক। এ ব‌্যপা‌রে এ সড়‌কে নিয়‌মিত চলাচলকা‌রি বাসিন্দারা ব‌লেন, মা‌টিরাঙ্গা তানাক্কাপাড়া সড়ক‌ দি‌য়ে প্রতি‌নিয়ত শত শত যানবাহন ও মালবাহী প‌রিবহন চলা চল করে। এ‌তে ক্রসিং‌য়ে অ‌নেক অসু‌বিধা হয়। সড়ক‌টি দুই‌ লেন করা হ‌লে দুর্ঘটনার ঝুঁকি কমবে। তাছাড়া পর্যটন সম্ভাবনাময় ভগমান টিলায় পর্যটক বাড়‌বে।

রাস্তা সরু হওয়ার কারণে গত ২১জানুয়ারী ধন‌মিয়া সর্দারপাড়া স্থানীর মোটর সাই‌কেল চালক সো‌হেল ও একজন পথচা‌রি নিহত হয়। জরুরী ভি‌ত্তি‌তে রাস্তার দুই দি‌কে সম্প্রসারণ করা দরকার। স্বাস্থ‌্যক‌র্মী আক্রই মারমা ব‌লেন, জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে প্রতি দিন এই রাস্তায় চলা চল কর‌তে হয় । নিরাপ‌দে পথ চল‌তে সড়‌ক প্রসস্ত করা খুব‌ই জরুরী।

সিএন‌জি চালক মো: লিটন ব‌লে, রাস্তা অনুসা‌রে গা‌ড়ি বে‌শি,শুধু সিএন‌জি চলার জন‌্য এ রাস্তা উপ‌যো‌গি। বড় গা‌ড়ি বি‌শেষ ক‌রে বি আর‌ টি‌সি ছোট গা‌ড়ি গু‌লো‌কে চলার সসয় রাস্তায় অন‌্য গা‌ড়ি ক্রস করার জায়গা থা‌কেনা। কাঠের গা‌ড়িগু‌লো সাম‌নে পড়‌লে সাইড দি‌তে অ‌নেক সময় ২০‌ থে‌কে ৫০ ফুট পিছ‌নে আস‌তে হয়। রাস্তা বড় হ‌লে এ সমস‌্যা হতোনা।

মা‌টিরাঙ্গা উ‌পজেলা চেয়াম‌্যান র‌ফিকুল ইসলাম বলেন, ইতি পু‌র্বে (২বছর পু‌র্বে) মা‌টিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়ক প্রসস্ত কর‌ণের ল‌ক্ষে রোডস এন্ড হাইওয়ের নিকট প্রস্তাবনা পাঠ‌নো হ‌য়ে‌ছে। আশা কর‌ছি খুব শিঘ্রই তা কাস্তবায়ন করা হ‌বে।

খাগড়াছ‌ড়ি সড়ক বিভা‌গের নির্বাহী প্রকৌশ‌লী মাকসুদুর রহমান বলেন, আ‌মি এখা‌নে নতুন। প্রস্তাবনা পাঠ‌নোর বিষয় আ‌মি অবগত নই। গত ন‌ভেম্ব‌রে অত্র অ‌ফি‌সে যোগদান করার তিন দিন পর মা‌টিরাঙ্গা-তানক্কাপাড়া,ও গৌরাঙ্গপাড়া-পানছ‌ড়ি সড়ক প‌রিদর্শন ক‌রে‌ছি। গৌরাঙ্গপাড়া-পানছ‌ড়ি সড়কে কিছু কাজও করা হ‌য়ে‌ছে। জেলার গুরুত্বপূর্ণ ৩টি সড়ক,মা‌টিরাঙ্গা-তানাক্কপাড়া, গৌরাঙ্গপাড়া-পানছ‌ড়ি, মা‌রিশ‌্যা-বাগাইছ‌ড়ি ও সসা‌জেক সড়কসহ পর্যায়ক্রমে জেলার ১২‌ফি‌টের সকল সড়ক ১৮‌ফি‌টে প্রসস্ত করণ করা হ‌বে। ত‌বে ক‌বে নাগাত তা করা হ‌বে স‌ঠিক ভা‌বে বল‌তে না পার‌লেও সে‌প্টেম্বর-অ‌ক্টোব‌রের ম‌ধ্যে আপনা‌দেরকে একটা সুখবর দি‌তে পার‌বো ব‌লে তিনি বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ