খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রসুলপুর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী (৪৫) উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ১৬ জুন শুক্রবার সকালে স্থানীয় মোঃ মহারাজ (২২), মোঃ ওসমান(২৪), মোঃ নজরুল ইসলাম(২৬), মোঃ ফজলু প্রকাশ জাল ডলার ফজলু (৩৫), দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
ওয়ার্ড যুবলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী জনান, স্থানীয় মোঃ মহারাজ ,মোঃ ওসমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ ফজলু, আমার পাড়া প্রতিবেশী । আমি আমার এলাকার স্থানীয় লোকজনের প্রায় সময় বিভিন্ন সামাজিক বিচার সালিশ সমাধান করে থাকি। এরই ধারাবাহিকতায় গত মাসের ২০ তারিখে স্থানীয়ভাবে একটি শালিস বৈঠকে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে তাহারা অকথ্য ভাষায় গালমন্দসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। আমি তাদেরকে এইভাবে অকথ্য ভাষায় গালমন্দ করিতে নিষেধ করিলে তারা আমার উপর ক্ষিপ্ত হইয়া উপস্থিত লোকজনের সামনে আমাকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং আমার পকেটে থাকা ৫০,০০০/- টাকা ও আমার গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন চিনিয়ে নেয়। পরবর্তীতে তারা আমারকে প্রকাশ্যে হুমকি দেয় যে, তুই বেশি বাড়াবাড়ি করলে তোকে প্রাণে মেরে তোর রক্ত দিয়ে গোসল করবো। এসময় মাটিরাঙ্গা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তাদের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন চুরি, মারধর, মাদক কার্বারী ও জাল ডলার দিয়ে মানুষকে প্রতারণা করার বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে। আইনগত সহায়তা পাওয়ার জন্য থানায় অভিযোগ জানিয়েছি।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বর্তমান কথাকে বলেন, থানায় অভিযোগের প্রেক্ষিতে যথাযত তদন্ত করে অপরাধীরদের কে দূত আইনের আওতায় আনা হবে।