• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সুস্থতায় যুবসমাজের ভূমিকা অপরিহার্য- ময়মনসিংহে স্বাস্থ্য সচিব সহস্র অপকর্মের হোতা আওয়ামী সন্ত্রাসী আয়নাল ও মজিবর এর খুটির জোর কোথায়? নীলফামারীর ঐতিহাসিক দীঘি নীলসাগরে শীতকালীন পাখিদের জন্য আবাসস্থল করেছেন জেলা প্রশাসক। আইন উপদেষ্টার সাথে ঔদ্ধত্বপূর্ণ আচরণ, ভিডিও প্রচারকারীদের বিচারের দাবি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিচারকদের গাজীপুরে চাইল্ড কেয়ার হাই স্কুলে বিজ্ঞান মেলা ২০২৪ গাজীপুর জেলা রেজিস্ট্রারের সম্পদের পাহাড় গড়েছেন মাহবুব আলম জুয়েল সেন্টমার্টিনে প্রবেশে লাগছে এনআইডি ও লিখিত অনুমতি সেই ব্যাটারিচালিত অটোরিকশা দখলে ভোলার সড়ক।।। বৈঠকের খবরে হোটেলে পুলিশ ও বৈষম্যবিরোধীদের তল্লাশি, ১৮ ইউপি সদস্য আটক ইসলামী ব্যাংকে অনিয়ম, স্যুটের কাপড় ও ছাতা কেনার টাকাও গায়েব

ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে ২৫৫ একর জমিতে আধুনিক রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে আউশ ধান রোপণে ব্যস্ত কৃষক

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

নীলফামারীর ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষকপর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে প্রকল্প পরিচালকের নির্দেশনা মোতাবেক (Rice Transplanter Machine) ব্যবহারে চলতি উৎপাদন মৌসুমে ২৫৫ একর আউশ ধানবীজ (ব্রিধান৯৮ জাত) উৎপাদনের জন্য চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
শ্রমিক- কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তারা সকলেই ব্যস্ত সময় পার করছেন।খামারের চতুর্দিকে ধান রোপণের কাজ চলছে পুরোদমে। চলতি মৌসুমে আধুনিক যান্ত্রিক উপায়ে কৃষি যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে রোপণের কাজ চলছে। শ্রমিকরা বলেন, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে খুব সহজেই কাজ করতে পারছি। এতে কষ্ট যেমন কমেছে তেমনি রোপণ কার্যক্রমের সময়ও কম লাগছে। যান্ত্রিক উপায়ে কাজ করার ফলে চলতি মৌসুমে রোপণ করতে আমাদের কষ্ট অনেকটা কম হচ্ছে।
ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা বলেন, আমরা এবার ২৫৫ একর জমিতে আউশ এবং ৮০ একর জমিতে আমন ধানবীজ উৎপাদনের লক্ষে রোপণ কার্যক্রম শুরু করেছি। আশা করছি এবার অধিক ফলন হবে। তিনি আরও বলেন ২৫৫ একর জমিতে যে আউশ ধানবীজ লাগানো হবে তার উৎপাদন লক্ষমাত্রা ৪শত টনের মত যা দিয়ে পরবর্তীতে ৪০ হাজার একর জমিতে আউশ আবাদ করা যাবে। অপরদিকে ৮০ একর জমিতে যে আমন ধানবীজ লাগানো হচ্ছে তার উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ১শত ৫ মেট্রকটন। সেই বীজ দিয়ে পরবর্তীতে ১০ হাজার ৫ শত একর জমিতে বীজধান চাষ করা সম্ভব। আধুনিক যান্ত্রিক উপায়ে জমিতে ধান রোপণ করা হচ্ছে ও যান্ত্রিক উপায়ে কর্তন করা হবে।
তিনি জানান,খামারের এক ফসলী জমিকে তিন ফসলী জমিতে পরিনত করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সব জমিকে চাষাবাদের আত্ততায় আনতেও কাজ চলছে খামারে।খামারে ১৮ একর জমি বর্ধিত করা হয়েছে। ফলে উৎপাদন বেড়ে যাবে। ১২০ দিনের মধ্যে এসব ধান কর্তন করা যাবে।
বিগত বছর গুলোতে আলুবীজ উৎপাদনের পরে জমিগুলো পড়ে থাকতো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, সে লক্ষ্যে জমি আউশ চাষাবাদ উপযোগী করে তোলা হয়েছে। এর আগে লক্ষমাত্রার চেয়ে অনেক বেশি আলুবীজ উৎপাদন করে খামারের সুনাম বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আবু তালেব মিঞা। বর্তমানে খামারের পরিবেশ গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, আবু তালেব মিঞা দায়িত্ব গ্রহণের পর থেকে বদলে গেছে খামারের চিত্র। তিনি এক ফসলা জমিতে তিন ফসল আবাদ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। অনাবাদি জমিগুলোকে চাষাবাদের আত্ততায় এনেছেন।
উপ-পরিচালক আবু তালেব মিঞা বলেন, এবার লক্ষমাত্রার চেয়ে ২০ ভাগ বেশি ফলন হবে। প্রতিটি জমিকে ফসলের আত্ততায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ