• বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ২টি ইটভাটায় অভিযান চালিয়ে কিলন ভেঙে গুড়িয়ে ভ্রাম্যমান আদালত

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ২টি ইটভাটায় অভিযান চালিয়ে কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে ভাটা দু’টির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরের লক্ষণখোলা ফনকুল এলাকায় বৃহস্পতিবার অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম। এছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরিমানাপ্রাপ্ত ভাটা গুলো হলো-মেসার্স চাচা-ভাতিজা ব্রিক ফিল্ড ও মেসার্স এ বি এফ ব্রিক। এতে মধ্যে চাচা-ভাতিজা ব্রিক ফিল্ডকে ২০ হাজার ও এ বি এফ ব্রিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ভাটা দু’টিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট চলমান থাকায় আরও ৭টি ভাটায় অভিযান পরিচালনা করা হলেও ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page