• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

বাবা হওয়ার খুশিতে হাসপাতাল আলোকসজ্জা করলেন প্রবাসী

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শুক্রবার, ১২ মে, ২০২৩

বাবা হওয়ার খুশিতে চাঁদপুরে একটি প্রাইভেট হাসপাতালে আলোকসজ্জা এবং মিষ্টি বিতরণ করেছেন সাদ্দাম হোসেন তালুকদার নামে এক ওমানপ্রবাসী। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা থেকে রাতভর শহরের ওই হাসপাতালটিতে বিভিন্ন রঙের বাতির আলোর ঝলকানি দেখা গেছে।

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের একতা বাজার ঘরিয়ানা গ্রামের সাদ্দাম ১৪ বছর ওমানে ছিলেন। ১০ মাস আগে দেশে ফিরে বিয়ে করেন। বিয়ের ১০ মাস পর বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের রেইনবো হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রী ফারহানা ইসলাম নীহা পুত্রসন্তানের জন্ম দেন। এই খুশিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ১৫ কেজি মিষ্টি বিতরণ করেন সাদ্দাম। একই সঙ্গে সন্তানের নাম ‘আবরার মাহির’ রেখে হাসপাতালেই আনুষ্ঠানিকতার মাধ্যমে জন্মদিন উদযাপনে কেক কাটেন। এ সময় হাসপাতালের ভেতরে-বাইরে রঙিন বেলুন টাঙিয়ে আলোকসজ্জায় সজ্জিত করেন তিনি।

এ বিষয়ে প্রবাসী সাদ্দাম বলেন, ‘বাবা হওয়ার খুশিতে হাসপাতালের সবাইকে মিষ্টিমুখ করিয়েছি। সেইসঙ্গে সন্তানের জন্মদিন পালন করে কেক কেটেছি এবং হাসপাতালে আলোকসজ্জা করেছি। মূলত খুশিতে এমনটি করেছি।’

হাসপাতালের পরিচালক মিজানুর রহমান লিটন বলেন, ‘আমাদের হাসপাতালে একজন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন। এই খুশিতে নবজাতকের বাবা হাসপাতালের স্টাফ ও অন্যান্য রোগীর মাঝে মিষ্টি বিতরণ করেন। এ ছাড়া কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি হাসপাতালে বেলুন ও আলোকসজ্জার ব্যবস্থা করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ