জেলা উপজেলা | তারিখঃ মার্চ ৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 820 বার

এসময় মোমিন মেহেদী দুর্নীতির রাজমরাজত্ব খ্যাত রাজউক ভবনে বিশেষ অভিযানের মাধ্যমে ভয়ংকর দুর্নীতির মাধ্যমে দেয়া অনুমোদন বন্ধের সাথে সাথে বিল্ডিং কোড বর্হিভূত সকল ভবন ভাঙ্গারও দাবি জানান এবং বলেন, নীতিহীন মানুষের রাজনৈতিক-প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের কারণে মার্কেটে কারখানা, কারখানায় বাসা আর বাসায় গড়ে উঠছে ভয়ংকর সব স্থাপনা, এসব বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে এখনো যেই রাজনৈতিক কুলাঙ্গারদের একটি অংশ দোষারোপের রাজনীতি চর্চা করছে, ছাত্র-যুব-জনতা তাদেরকে কখনোই ক্ষমা করবে না।
Leave a Reply