• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

নীলফামারীতে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্সকে কারিগরি শিক্ষাবোর্ডে চলমান রাখার দাবীতে মানববন্ধন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ২ অক্টোবর, ২০২২

মোঃ হারুন উর রশিদ,নীলফামারী॥
নীলফামারীতে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্সকে কারিগরি শিক্ষাবোর্ডে চলমান রাখার দাবী নিয়ে মানববন্ধন হয়েছে। রবিবার (০২ অক্টোবর/২২) দুপুরে নীলফামারী চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লাণ চত্ত্বরে মানববন্ধন করেন জেলা শট কোর্স ঐক্য পরিষদ। মানববন্ধনে সৈয়দপুর লিটল ফ্লাওয়ার ইন্সটিটিউট অব প্রফেশনাল প্রতিষ্ঠানের প্রধান মেহেরুন নেসার সঞ্চালনায় সভাপতিত্ব করেন শট কোর্স ঐক্য পরিষদের সভাপতি ও জলঢাকা ল্যান কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান মোঃ তছলিম উদ্দিন।বক্তারা বলেন, ২০০৩ সালে সরকার কর্তৃক নট্রামস এর অ্যাফিলিয়েশন বন্ধ হলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আফিলিয়েশনের আওতায় বোর্ডের নীতিমালা,প্রবিধান ও শিক্ষার্থীদের পাঠ্যক্রম অনুসারে স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত ও স্ব-অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান সমূহে ৩৬০ ঘন্টা বা ৩/৬ মাস মেয়াদি প্রশিক্ষ কার্যক্রম পরিচালনা করে আসছি। এ সকল প্রতিষ্ঠানে প্রতিবছর প্রায় ৩ লক্ষ শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত বেকার যুবক-যুবতী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করেন। সেইসাথে ২৫ হাজার প্রশিক্ষকের রুটিরুজির ব্যবস্থা হয়। কিন্তু গত ০৮/০৯/২২ তারিখে এক রেজুলেশনে জানতে পারি দ্রুততম সময়ে স্ব-উদ্যোগে এবং স্ব-অর্থায়নে পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ৩৬০ ঘন্টা মেয়াদি কোর্স সমূহ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ব্যতীত আর কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। বিষয়টি দুঃখ জনক। তাই জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালনার জন্য আকুল আবেদন ও সদয় সুদৃষ্ঠি কামনা করি। মানববন্ধন শেষে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্সকে কারিগরি শিক্ষাবোর্ডে চলমান রাখার দাবীতে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় উকিলের মোড় উত্তরা টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান মোছাঃ হোসনে য়ারা বানু, ডিমলা টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান মোঃ আব্দুল গাফফার, কম্পিউটার সাইন্স এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান মোঃ আসাদুজ্জামান, কিশোরগঞ্জ কেসবা ডিজিটাল মাল্টিমিডিয়া কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রধান মোঃ দেলোয়ারুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ